180 likes | 431 Views
সকলকে. শুভেচ্ছা. শিক্ষক পরিচিতি. অরুণ বর্মন প্রভাষক, কম্পিউটার শিক্ষা আমদাবাদ কলেজ , সদর, যশোর Mobile: 0171o 701075 Email: arunbarmon@gmail.com . পাঠ পরিচিতি. বিষয় : জীববিজ্ঞান, দ্বিতীয় পত্র (প্রাণীবিজ্ঞান) অধ্যায় : অষ্টম অধ্যায় পাঠ : হৃৎপিন্ডের রক্ত সংবহনতন্ত্র. শিখনফল.
E N D
সকলকে শুভেচ্ছা
শিক্ষক পরিচিতি অরুণ বর্মন প্রভাষক, কম্পিউটার শিক্ষা আমদাবাদ কলেজ , সদর, যশোর Mobile: 0171o 701075 Email: arunbarmon@gmail.com
পাঠ পরিচিতি বিষয় : জীববিজ্ঞান, দ্বিতীয় পত্র (প্রাণীবিজ্ঞান) অধ্যায় : অষ্টম অধ্যায় পাঠ : হৃৎপিন্ডের রক্ত সংবহনতন্ত্র
শিখনফল • হৃৎপিন্ডের সংজ্ঞা দিতে পারবে। • হৃৎপিন্ডের কাজ ব্যাখ্যাকরতে পারবে। • হৃৎপিন্ডের গঠনব্যাখ্যাকরতে পারবে। • রক্তচাপ সম্পর্কে বিশ্লেষণ করতে পারবে। • হৃৎপিন্ডের রক্ত সঞ্চালন পদ্ধতির বিবরণ দিতে পারবে।
আজকের পাঠ হৃৎপিন্ড ও এর রক্ত সঞ্চালন পদ্ধতি
রক্তনালিকাসমূহের (ধমনী ও শিরা) মাধ্যমে সারাদেহে রক্ত সঞ্চালিত করার জন্য হৃৎপিন্ড একটি কেন্দ্রীয় জীবন্ত পাম্পযন্ত্র হিসেবে কাজ করে। হৃৎপিন্ড একটি ছান্দিক ও সতত সঙ্কোচন প্রসারণের মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গ থেকে ফিরে আসা রক্ত সংগ্রহ করে ও সারা দেহে রক্ত প্রেরণ করে।
হৃৎপিন্ড দুটি অলিন্দ ও দুটি নিলয় এই চারটি প্রকোষ্ট নিয়ে গঠিত ১। ডান অলিন্দ ২। বাম অলিন্দ ৩। ডান নিলয় ৪। বাম নিলয়
ভিডিওদেখেহৃৎপিন্ডের কাজ ব্যাখ্যাকরঃ (জোড়ায়কাজ)
হৃৎপিন্ডের গঠনব্যাখ্যাকর (দলীয়কাজ) হৃৎপিন্ডের প্রশস্ত প্রান্তে ডান ও বাম অলিন্দ পাশাপাশি অবস্থান করে। একটি পেশীবহুল অন্ত:অলিন্দ পর্দা অলিন্দ দুটিকে পরস্পর পৃথক করে রাখে ১। ডান অলিন্দ: শিরার মাধ্যমে দেহের সম্মুখ ও পশ্চাৎ অঞ্চল থেকে আসা CO2যুক্ত রক্ত গ্রহন করে । ২। বাম অলিন্দ: শিরার মাধ্যমে ফুসফুস থেকে ফিরে আসাO2যুক্ত রক্ত গ্রহন করে ।
বাম ও ডান নিলয় হৃৎপিন্ডের মোচাকৃত অংশে পাশাপাশি অবস্থান করে। পেশীগঠিতঅন্ত:নিলয় পর্দা নিলয় দুটিকে পরস্পর পৃথক করে রাখে ৩। ডান নিলয় : ডান নিলয় বাম নিলয়ের ডানদিকে অবস্থিত এবং অপেক্ষাকৃত বড়। ইহা মহাধমনীর মাধ্যমে CO2যুক্ত রক্ত ফুসফুসে প্রবাহিত হয়। ৪। বাম নিলয়: হৃৎপিন্ডের বামপাশে অবস্থিত। ইহা মহাধমনীর মাধ্যমে O2যুক্ত রক্ত দেহের বিভিন্ন অঞ্চলে যা
হৃৎপিন্ডের চিত্র দেখে বিভিন্ন অংশ চিহ্নিত কর (দলীয় কাজ)
হৃৎপিন্ডের রক্ত সঞ্চালন পদ্ধতিকী? (একককাজ)
হৃৎপিন্ডের অভ্যন্তরে রক্ত সঞ্চালন পদ্ধতি উর্ধ্ব ও নিন্ম মহশিরাদ্বয় সারা দেহ হতে CO2যুক্ত রক্ত ডান অলিন্দে নিয়ে আসে। অন্যদিকে পালমোনারী শিরা O2যুক্ত রক্ত ফুসফুস থেকে বাম অলিন্দে পৌছায়। অলিন্দদ্বয় পূর্ণ হবার ফলে সৃষ্ট চাপে আন্তঃঅলিন্দ ও নিলয় কপাটিকাগুলো খুলে যায়। ফলে ডান অলিন্দ হতে CO2যুক্ত রক্ত ডান নিলয়ে ও বাম অলিন্দ হতে O2যুক্ত রক্ত বাম নিলয়ে যায়। সিস্টেলের শুরুতে অলিন্দদ্বয় খালি হয়ে যায় এবং নিলয়দ্বয় রক্তে পূর্ণ হলে সেখানে রক্তচাপ বাড়ে। তখন ডান নিলয় হতে CO2যুক্ত রক্ত পালমোনারি ধমনীর মাধ্যমে ফুসফুসে ও O2যুক্ত রক্ত বাম নিলয় হতে মহধমনী দিয়ে সারাদেহে ধাবিত হয়।
মূল্যায়ন ১। হৃৎপিন্ডের কয়টি প্রকোষ্ট ও কী কী? ২। হৃৎপিন্ডের প্রকোষ্টগুলির কাজ কী? ৩। হৃৎপিন্ডে রক্ত সঞ্চালন হয় কীভাবে?
বাড়ির কাজ ১। একটি হৃৎপিন্ড এঁকে বিভিন্ন অংশ চিহ্নিত করে আনবে
বা ন্য দ ধ