190 likes | 329 Views
শুভেচ্ছা. শিক্ষক পরিচিতি. মোল্যা আবু কায়ুম সহকারী অধ্যাপক, কম্পিউটার শিক্ষা জি.কে.আইডিয়াল ডিগ্রি কলেজ শ্রীপুর,মাগুরা। Email: kayummollah@yahoo.com মোবাইল নং- ০১৭১০৭০০৩৭৩. পাঠ পরিচিতি. বিষয়: কম্পিউটার শিক্ষা দ্বাদশ: শ্রেণি অধ্যায়-৬ষ্ঠ. শিখনফল. মোবাইল ফোন প্রজন্ম কী বলতে পারবে।
E N D
শিক্ষক পরিচিতি মোল্যা আবু কায়ুম সহকারী অধ্যাপক, কম্পিউটার শিক্ষা জি.কে.আইডিয়াল ডিগ্রি কলেজ শ্রীপুর,মাগুরা। Email: kayummollah@yahoo.com মোবাইল নং- ০১৭১০৭০০৩৭৩
পাঠ পরিচিতি বিষয়: কম্পিউটার শিক্ষা দ্বাদশ: শ্রেণি অধ্যায়-৬ষ্ঠ
শিখনফল • মোবাইল ফোন প্রজন্ম কী বলতে পারবে। • প্রথম প্রজন্ম মোবাইল ফোনের বৈশিষ্ট্য বলতে পারবে। • দ্বিতীয় ও তৃতীয় প্রজন্ম মোবাইল ফোনের সুবিধা লিখতে পারবে। • তৃতীয় ও চতুর্থ প্রজন্ম মোবাইল ফোনের পার্থক্য নির্ণয় করতে পারবে।
আজকের পাঠ মোবাইল ফোন সিস্টেমের বিভিন্ন প্রজন্ম
1 G বৈশিষ্ট্য:এই প্রজন্মে রেডিও সিগন্যাল ব্যবহৃত হয়। উদাহরণ:AMPS
2G বৈশিষ্ট্য:এই প্রজন্মে ডিজিটাল পদ্ধতির সিগন্যাল ব্যবহৃত হয়। উদাহরণ: Digital AMPS
3G বৈশিষ্ট্য: ডেটা স্থানান্তর উচ্চগতি সম্পন্ন। উদাহরণ: UMPS সুবিধা: ডিজিটাল পদ্ধতিতে ডেটা স্থানান্তরিত হয়।
4G বৈশিষ্ট্য: 4G এর গতি 3Gএর চেয়ে ৫০ গুণ বেশি। উদাহরণ: Wimax-2
মোবাইল ফোন প্রজন্ম মোবাইল ফোনের ক্রমবর্ধমান ব্যবহার ও উন্নয়নের এক একটি পর্যায় বা ধাপকে মোবাইল ফোন প্রজন্ম নামে অভিহিত।
তৃতীয় ও চতুর্থ প্রজন্ম মোবাইল ফোনের পার্থক্য তৃতীয় প্রজন্ম চতুর্থ প্রজন্ম ৫০০ মেগাবিট ওয়্যারলেস ল্যান এবং ওয়াইড এরিয়া একত্রীকরণ। • ৫০ মেগাবিট • ওয়াইড এরিয়া সেল ভিত্তিক
কাজ (একক) প্রথম প্রজন্ম মোবাইল ফোনের সুবিধা লিখ।
কাজ (দলীয়) তৃতীয় ও চতুর্থ প্রজন্ম মোবাইল ফোনের বৈশিষ্ট্য উল্লেখ কর।
মূল্যায়ন • মোবাইল ফোন প্রজন্মকে কয় ভাগ করা হয়েছে? • তৃতীয় প্রজন্ম মোবাইল ফোনের ১টি উদাহরণ বল। • চতুর্থ প্রজন্ম মোবাইল ফোনের সংজ্ঞা দাও।
বাড়ির কাজ প্রত্যেক প্রজন্ম মোবাইল ফোনের দুইটি করে আদর্শমান লিখে আনবে।