1 / 16

পার্ল অব দ্যা ইস্ট ফাউন্ডেশন ( PEF ) এর ছাত্রবৃত্তি প্রকল্প

পার্ল অব দ্যা ইস্ট ফাউন্ডেশন ( PEF ) এর ছাত্রবৃত্তি প্রকল্প. “An Opportunity to Shine” জ্বলে উঠার সুযোগ!. এটি শুধুমাত্র একটি ছবি নয়!. এ যেন চোখেমুখে জ্বলে উঠার বারুদ!. ছাত্রবৃত্তি প্রকল্প কি , কেন , কাদের জন্য ?.

cissy
Download Presentation

পার্ল অব দ্যা ইস্ট ফাউন্ডেশন ( PEF ) এর ছাত্রবৃত্তি প্রকল্প

An Image/Link below is provided (as is) to download presentation Download Policy: Content on the Website is provided to you AS IS for your information and personal use and may not be sold / licensed / shared on other websites without getting consent from its author. Content is provided to you AS IS for your information and personal use only. Download presentation by click this link. While downloading, if for some reason you are not able to download a presentation, the publisher may have deleted the file from their server. During download, if you can't get a presentation, the file might be deleted by the publisher.

E N D

Presentation Transcript


  1. পার্ল অব দ্যা ইস্ট ফাউন্ডেশন (PEF)এর ছাত্রবৃত্তি প্রকল্প “An Opportunity to Shine” জ্বলে উঠার সুযোগ!

  2. এটি শুধুমাত্র একটি ছবি নয়!

  3. এ যেন চোখেমুখেজ্বলে উঠার বারুদ!

  4. ছাত্রবৃত্তি প্রকল্প কি, কেন, কাদের জন্য? • পার্ল অব দ্যা ইস্ট ফাউন্ডেশন হতে পারে বাংলাদেশের দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য একটি অনুপ্রেরণার নাম। • আমাদের দেশে এমন অনেক কচি মেধা ছড়িয়ে ছিটিয়ে আছে যাদেরকে উপযুক্ত জনসম্পদ হিসেবে গড়ে তুলতে শুধুমাত্র একটু পরিচর্যা দরকার। • আমাদের সকলের সামান্য ইচ্ছা এবং উদ্যোগ যদি তাদের অসামান্য উপকারে আসে, পাল্টে দেয় তাদের পুরো জীবনের চালচিত্র- তবে এখন থেকেই তাদের জন্য আমাদের একটু মানবিক প্রচেষ্টার শুরু করা উচিৎ নয় কি?

  5. ছাত্রবৃত্তি প্রকল্প কি, কেন, কাদের জন্য? • আর সেই মানবিক প্রচেষ্টার সূত্র ধরেই এই ফাউন্ডেশনের সাম্প্রতিকতম উদ্যোগ- পার্ল অব দ্যা ইস্ট ফাউন্ডেশনের ছাত্রবৃত্তি প্রকল্প। • এই ছাত্রবৃত্তি প্রকল্প দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের তাদের শিক্ষাকার্যক্রম চালিয়ে নিতে অর্থনৈতিকভাবে সহায়তা করবে বলে আশা করা যায়।

  6. কারা আবেদন করতে পারবে? • অর্থনৈতিকভাবে অভাবগ্রস্থ দেশের যে কোন মেধাবী ছাত্র অথবা ছাত্রী আবেদন করতে পারবে। • যারা নিজেদের শিক্ষাকার্যক্রম সঠিকভাবে চালনায় অর্থনৈতিক দৈন্যতা ও চুরান্ত সংকটে ভুগছে এবং চাতক চোখে তৃতীয় পক্ষের সাহায্যেরহাতের দিকেচেয়ে আছে, সেক্ষেত্রে পার্ল অব দ্যা ইস্ট ফাউন্ডেশনের ছাত্রবৃত্তি প্রকল্প হতে পারেঅন্ধের যষ্ঠি।

  7. কিভাবে আবেদন করতে হবে? • আবেদনপত্র পূরণ করার মাধ্যমে আবেদন করা যাবে। • আবেদনকারীরা ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবে।

  8. আবেদন করতে কি কি লাগবে? • পূরণকৃত সম্পূর্ণ আবেদনপত্র • সম্পূর্ণ বায়োডাটা • সত্যায়িত সকল প্রাতিষ্ঠানিক সনদপত্র এবং প্রত্যয়নপত্র (যদি এগুলো ইংরেজিতে না হয়ে থাকে তবে এর অফিসিয়াল ইংরেজি অনুবাদ আবশ্যক) • পিতা/অভিভাবকের ইনকাম স্টেইটমেন্ট • দুটি ভিন্ন রিকমেন্ডেশন লেটার (উক্ত প্রতিষ্ঠানের দুইজন কর্তৃক) • পাসপোর্ট সাইজ রঙিন ফটোগ্রাফ (দুই কপি) • জন্মনিবন্ধন সনদপত্র • উচ্চশিক্ষায় আবেদনকারীদের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল গ্রহণযোগ্য হতে হবে (নুন্যতম জিপিএ ৪.৫ থাকতে হবে) • ফাউন্ডেশন আয়োজিত সকল প্রোগ্রামে নিয়মিত হতে হবে • ফাউন্ডেশনের বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে সক্রিয় থাকতে হবে

  9. সফল আবেদনকারীরা কি সুবিধা পাবে? • প্রাথমিকভাবে এক বছরের জন্য একটা নির্দিষ্ট অংকের টাকা প্রতিমাসে পাওয়া যাবে। • প্রাতিষ্ঠানিক বেতন, ভাতা, বইপত্র ও পড়ালেখার সরঞ্জাম কেনাকাটা এবং হাতখরচা বাবদ খরচ প্রতিমাসের ঐ নির্দিষ্ট অংকের টাকা থেকে হয়ে যাবে। • মাসিক বৃত্তির টাকা সরাসরি বৃত্তিপাপ্তকারীর ব্যাংক এ্যাকাউন্ট নম্বরে চলে যাবে, তাকে টাকার জন্য দৌড়াদৌড়ি বা হেনস্থা হতে হবে না।

  10. ছাত্রবৃত্তি পরিকল্পনায় কতজন বিবেচনাধীন? পরিকল্পনায় আপাতত ১০০ জন আছে। • প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ঃ ৪০ জন • উচ্চ মাধ্যমিক পর্যায়ঃ৪০ জন • ডিপ্লোমা, কারিগরি ও বিশ্ববিদ্যালয় পর্যায়ঃ ২০ জন

  11. এখন পর্যন্ত কারা এই ছাত্রবৃত্তি পাচ্ছে? • প্রাথমিক পর্যায়ঃ ৭ জন • মাধ্যমিক পর্যায়ঃ ৭ জন • উচ্চ মাধ্যমিক পর্যায়ঃ৫ জন • মাদ্রাসা পর্যায়ঃ ২ জন • বিশ্ববিদ্যালয় পর্যায়ঃ ৪ জন বৃত্তিপ্রাপ্ত অনেকের বাবা-মা নেই, অনাথ। অনেকের বাবা প্যারালাইসিসে ভুগছেন, কেউবা রিকশাচালক, কেউ হয়তোবা পক্ষাঘাতগ্রস্থ। কারো কারো মা অন্যের বাসায় ঝিঁ এর কাজ করেন। তবুও কলিজার টুকরো সন্তানদের তাঁরা বুক-পিঠে ঠেলে স্বপ্নঘরে নিয়ে যেতে চাইছেন।

  12. এলেবেলে অর্থ পরিকল্পনা

  13. ছাত্রবৃত্তি প্রকল্পের আয়ের উৎস কি? • ব্যাক্তিপর্যায়ের স্বেচ্ছাকৃত অংশগ্রহন • ফাউন্ডেশনের এক্সেকিউটিভ মেম্বার এবং ভলিন্টিয়ারদের দানকৃত অর্থ • বিভিন্ন প্রতিষ্ঠানের উদার মানসিকতার ফলস্বরূপ অর্থ মনোনয়ন • আন্তর্জাতিক দাতাসমূহের দানকৃত অর্থ • প্রতিষ্ঠিত ব্যাক্তিবর্গের মানবিক ও অর্থনৈতিক স্বেচ্ছাকৃত অংশগ্রহন • ফাউন্ডেশন মেম্বারদের বিভিন্ন ছোটখাট ব্যাবসা “ছোট ছোট বালুকনা ,বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ, সাগর অতল।”

  14. প্রোজেক্ট ম্যানেজমেন্ট কমিটি

  15. যোগাযোগের ঠিকানা পার্ল অব দ্যা ইস্ট ফাউন্ডেশন (PEF) ৩৬৮/১, মধুবাগ, মগবাজার, ঢাকা–১২১৭, বাংলাদেশ ইমেইলঃscholarship@mypef.org pefscholarshipunit@gmail.com ওয়েবসাইটঃ http://www.mypef.org/

  16. পরিশেষঃ আমরা অনেকেই হয়তো ব্যক্তিগতভাবে পার্ল অব দ্যা ইস্ট ফাউন্ডেশনের কোন সদস্য নই, কিন্তু আমাদের সবার মানবিক ফাউন্ডেশনের সদস্য হতে ক্ষতি তো নেই!

More Related