160 likes | 312 Views
পার্ল অব দ্যা ইস্ট ফাউন্ডেশন ( PEF ) এর ছাত্রবৃত্তি প্রকল্প. “An Opportunity to Shine” জ্বলে উঠার সুযোগ!. এটি শুধুমাত্র একটি ছবি নয়!. এ যেন চোখেমুখে জ্বলে উঠার বারুদ!. ছাত্রবৃত্তি প্রকল্প কি , কেন , কাদের জন্য ?.
E N D
পার্ল অব দ্যা ইস্ট ফাউন্ডেশন (PEF)এর ছাত্রবৃত্তি প্রকল্প “An Opportunity to Shine” জ্বলে উঠার সুযোগ!
এ যেন চোখেমুখেজ্বলে উঠার বারুদ!
ছাত্রবৃত্তি প্রকল্প কি, কেন, কাদের জন্য? • পার্ল অব দ্যা ইস্ট ফাউন্ডেশন হতে পারে বাংলাদেশের দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য একটি অনুপ্রেরণার নাম। • আমাদের দেশে এমন অনেক কচি মেধা ছড়িয়ে ছিটিয়ে আছে যাদেরকে উপযুক্ত জনসম্পদ হিসেবে গড়ে তুলতে শুধুমাত্র একটু পরিচর্যা দরকার। • আমাদের সকলের সামান্য ইচ্ছা এবং উদ্যোগ যদি তাদের অসামান্য উপকারে আসে, পাল্টে দেয় তাদের পুরো জীবনের চালচিত্র- তবে এখন থেকেই তাদের জন্য আমাদের একটু মানবিক প্রচেষ্টার শুরু করা উচিৎ নয় কি?
ছাত্রবৃত্তি প্রকল্প কি, কেন, কাদের জন্য? • আর সেই মানবিক প্রচেষ্টার সূত্র ধরেই এই ফাউন্ডেশনের সাম্প্রতিকতম উদ্যোগ- পার্ল অব দ্যা ইস্ট ফাউন্ডেশনের ছাত্রবৃত্তি প্রকল্প। • এই ছাত্রবৃত্তি প্রকল্প দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের তাদের শিক্ষাকার্যক্রম চালিয়ে নিতে অর্থনৈতিকভাবে সহায়তা করবে বলে আশা করা যায়।
কারা আবেদন করতে পারবে? • অর্থনৈতিকভাবে অভাবগ্রস্থ দেশের যে কোন মেধাবী ছাত্র অথবা ছাত্রী আবেদন করতে পারবে। • যারা নিজেদের শিক্ষাকার্যক্রম সঠিকভাবে চালনায় অর্থনৈতিক দৈন্যতা ও চুরান্ত সংকটে ভুগছে এবং চাতক চোখে তৃতীয় পক্ষের সাহায্যেরহাতের দিকেচেয়ে আছে, সেক্ষেত্রে পার্ল অব দ্যা ইস্ট ফাউন্ডেশনের ছাত্রবৃত্তি প্রকল্প হতে পারেঅন্ধের যষ্ঠি।
কিভাবে আবেদন করতে হবে? • আবেদনপত্র পূরণ করার মাধ্যমে আবেদন করা যাবে। • আবেদনকারীরা ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবে।
আবেদন করতে কি কি লাগবে? • পূরণকৃত সম্পূর্ণ আবেদনপত্র • সম্পূর্ণ বায়োডাটা • সত্যায়িত সকল প্রাতিষ্ঠানিক সনদপত্র এবং প্রত্যয়নপত্র (যদি এগুলো ইংরেজিতে না হয়ে থাকে তবে এর অফিসিয়াল ইংরেজি অনুবাদ আবশ্যক) • পিতা/অভিভাবকের ইনকাম স্টেইটমেন্ট • দুটি ভিন্ন রিকমেন্ডেশন লেটার (উক্ত প্রতিষ্ঠানের দুইজন কর্তৃক) • পাসপোর্ট সাইজ রঙিন ফটোগ্রাফ (দুই কপি) • জন্মনিবন্ধন সনদপত্র • উচ্চশিক্ষায় আবেদনকারীদের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল গ্রহণযোগ্য হতে হবে (নুন্যতম জিপিএ ৪.৫ থাকতে হবে) • ফাউন্ডেশন আয়োজিত সকল প্রোগ্রামে নিয়মিত হতে হবে • ফাউন্ডেশনের বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে সক্রিয় থাকতে হবে
সফল আবেদনকারীরা কি সুবিধা পাবে? • প্রাথমিকভাবে এক বছরের জন্য একটা নির্দিষ্ট অংকের টাকা প্রতিমাসে পাওয়া যাবে। • প্রাতিষ্ঠানিক বেতন, ভাতা, বইপত্র ও পড়ালেখার সরঞ্জাম কেনাকাটা এবং হাতখরচা বাবদ খরচ প্রতিমাসের ঐ নির্দিষ্ট অংকের টাকা থেকে হয়ে যাবে। • মাসিক বৃত্তির টাকা সরাসরি বৃত্তিপাপ্তকারীর ব্যাংক এ্যাকাউন্ট নম্বরে চলে যাবে, তাকে টাকার জন্য দৌড়াদৌড়ি বা হেনস্থা হতে হবে না।
ছাত্রবৃত্তি পরিকল্পনায় কতজন বিবেচনাধীন? পরিকল্পনায় আপাতত ১০০ জন আছে। • প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ঃ ৪০ জন • উচ্চ মাধ্যমিক পর্যায়ঃ৪০ জন • ডিপ্লোমা, কারিগরি ও বিশ্ববিদ্যালয় পর্যায়ঃ ২০ জন
এখন পর্যন্ত কারা এই ছাত্রবৃত্তি পাচ্ছে? • প্রাথমিক পর্যায়ঃ ৭ জন • মাধ্যমিক পর্যায়ঃ ৭ জন • উচ্চ মাধ্যমিক পর্যায়ঃ৫ জন • মাদ্রাসা পর্যায়ঃ ২ জন • বিশ্ববিদ্যালয় পর্যায়ঃ ৪ জন বৃত্তিপ্রাপ্ত অনেকের বাবা-মা নেই, অনাথ। অনেকের বাবা প্যারালাইসিসে ভুগছেন, কেউবা রিকশাচালক, কেউ হয়তোবা পক্ষাঘাতগ্রস্থ। কারো কারো মা অন্যের বাসায় ঝিঁ এর কাজ করেন। তবুও কলিজার টুকরো সন্তানদের তাঁরা বুক-পিঠে ঠেলে স্বপ্নঘরে নিয়ে যেতে চাইছেন।
এলেবেলে অর্থ পরিকল্পনা
ছাত্রবৃত্তি প্রকল্পের আয়ের উৎস কি? • ব্যাক্তিপর্যায়ের স্বেচ্ছাকৃত অংশগ্রহন • ফাউন্ডেশনের এক্সেকিউটিভ মেম্বার এবং ভলিন্টিয়ারদের দানকৃত অর্থ • বিভিন্ন প্রতিষ্ঠানের উদার মানসিকতার ফলস্বরূপ অর্থ মনোনয়ন • আন্তর্জাতিক দাতাসমূহের দানকৃত অর্থ • প্রতিষ্ঠিত ব্যাক্তিবর্গের মানবিক ও অর্থনৈতিক স্বেচ্ছাকৃত অংশগ্রহন • ফাউন্ডেশন মেম্বারদের বিভিন্ন ছোটখাট ব্যাবসা “ছোট ছোট বালুকনা ,বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ, সাগর অতল।”
প্রোজেক্ট ম্যানেজমেন্ট কমিটি
যোগাযোগের ঠিকানা পার্ল অব দ্যা ইস্ট ফাউন্ডেশন (PEF) ৩৬৮/১, মধুবাগ, মগবাজার, ঢাকা–১২১৭, বাংলাদেশ ইমেইলঃscholarship@mypef.org pefscholarshipunit@gmail.com ওয়েবসাইটঃ http://www.mypef.org/
পরিশেষঃ আমরা অনেকেই হয়তো ব্যক্তিগতভাবে পার্ল অব দ্যা ইস্ট ফাউন্ডেশনের কোন সদস্য নই, কিন্তু আমাদের সবার মানবিক ফাউন্ডেশনের সদস্য হতে ক্ষতি তো নেই!