220 likes | 460 Views
স্বাগতম. শ্রেনীঃ সপ্তম বিষয়ঃসাধারণ বিজ্ঞান পাঠ শিরোনামঃমেরুদন্ডী প্রাণীর পরিচিতি ও বৈশিষ্ট্য আজকের পাঠঃ রুই মাছের বহিঃ অংগসংস্থান . পূরবী রানী হালদার সহকারী শিক্ষক বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়. শিখন ফল. রুই মাছের বাহ্যিক গঠনকে কয় ভাগে বিভক্ত করা যায় তা বলতে পারবে।
E N D
শ্রেনীঃ সপ্তম • বিষয়ঃসাধারণ বিজ্ঞান • পাঠ শিরোনামঃমেরুদন্ডী প্রাণীর পরিচিতি ও বৈশিষ্ট্য আজকের পাঠঃ রুই মাছের বহিঃ অংগসংস্থান • পূরবী রানী হালদার • সহকারী শিক্ষক • বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়
শিখন ফল রুই মাছের বাহ্যিক গঠনকে কয় ভাগে বিভক্ত করা যায় তা বলতে পারবে। রুই মাছের বাহ্যিক গঠনের বিভিন্ন অংশ চিহ্নিত করতে পারবে। রুই মাছের বাহ্যিক গঠনের বিভিন্ন অংশের বৈশিষ্ট্য বর্ননা করতে পারবে।
চিংড়ি মাছ রুই মাছ ইলিশ মাছ
রুই মাছের বহিঃ অঙ্গসংস্থান বা বাহ্যিক গঠন
আকার ও রং- রুই মাছের দেহ লাম্বাটে এবং দুপাশ চাপা। পেটের দিক রূপালী সাদা ও পিঠের কাছাকাছি অংশ কালচে বাদামি রঙের। পাখনার গুলো লালচে রঙের।
মাথা মাথা—রুই মাছের মাথা ধড়ের তুলনায় ছোট। মাথার সামনের দিকের সামান্য নিচে মুখ।মুখের পেছনভাগে উপরে নাসারন্ধ্র। নাসারন্ধ্রের পেছনে চোখ।মাথার শেষে অর্ধ চন্দ্রাকার কানকো।
ধড় ধড়:কানকোর পর থেকে শুরু করে পায়ু পর্যন্ত অংশকে ধড় বলে। দেহের এ অংশ মাথা ও লেজের তুলনায় মোটা।
লেজ লেজঃপায়ুর পর থেকে দেহের শেষ অংশকে লেজ বলে।লেজটি দুই পাশে চাপা।
আঁইশ আঁইশঃরুই মাছের দেহ আঁইশ দিয়ে ঢাকা।আঁইশগুলো মসৃণ এবং আকৃতি প্রায় গোলাকার। দেহ থেকে নিঃসৃত শ্লেষ্মা আত্মরক্ষায় সাহায্য করে।
পার্শ্বরেখা পার্শ্বরেখাঃরুই মাছের দুপাশ বরাবর উভয় পার্শ্বে একটি করে,মোট দুটি পার্শ্ব রেখা থাকে।এ পার্শ্ব রেখা মাছকে পানিতে দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
বক্ষ পাখনা শ্রোণী পাখনা যুগ্ম পাখনা যুগ্ম পাখনাঃযুগ্ম পাখনা দুইটি হচ্ছে (ক) এক জোড়া বক্ষ পাখনা এবং (খ) এক জোড়া শ্রোণী পাখনা। (ক) বক্ষ পাখনাঃ এ পাখনাদ্বয় কানকোর পেছনে দেহের দুই ধারে অবস্থিত।এতে আনেক গুলো পাখনা রশ্মি থাকে। (খ) শ্রোণী পাখনাঃ পায়ুর একটু সামনে এবং বক্ষ পাখনার পেছনে এ পাখনা থাকে।
পৃষ্ঠ পাখনা পুচ্ছ পাখনা বেজোড় পাখনা পায়ু পাখনা বেজোড় পাখনাঃ বেজোড় পাখনা তিনটি (ক) পৃষ্ঠ পাখনা,(খ) পায়ু পাখনা ,(গ) পুচ্ছ পাখনা (ক)পৃষ্ঠ পাখনাঃ মাথার পেছনে পিঠের দিকে ধড়ের মাঝামঝি পৃষ্ঠ পাখনা আবস্থিত। পাখনাটি বেশ বড় এবং দেখতে তিনকোণা। , (খ) পায়ু পাখনাঃ পায়ুর পেছনে পেটের দিকে পায়ু পাখনার অবস্থান । (গ) পুচ্ছ পাখনাঃ লেজের শেষ প্রান্তে এর অবস্থান। উপরে ওনিচে সমান ভাগে বিভক্ত।এতে অনেক গুলোপাখনা রশ্মি থাকে।
পৃষ্ঠপাখনা পার্শ্বরেখা ধড় পুচ্ছ পাখনা মাথা লেজ বক্ষ পাখনা শ্রোণী পাখনা রুই মাছের বাহ্যিক গঠন
জোড়ায় কাজ মাছের বাহ্যিক গঠনে কোন কোন অংশ খালি চোখে দেখা যায়
দলীয় কাজ A চিত্রের মাছটির A চিহ্নিত অংশের নাম কী? A চিহ্নিত অংশের বৈশিষ্ট্য লেখ।
মূল্যায়ন ধড় ? ? ? পায়ু পাখনা বক্ষ পাখনা
মূল্যায়ন বহু নির্বাচনি প্রশ্ন ১)রুই মাছের কানকো কোন প্রকৃতির ক)গোলাকার খ)ডিম্বাকার গ)অর্ধচন্দ্রাকার ঘ)চন্দ্রাকার ২)রুই মাছের মাথা ধড়ের তুলনায় কী রূপ ক)বড় খ)সামান্য বড় গ)সমান ঘ)ছোট নিচের কোনটি যুগ্ম পাখনা ক)পৃষ্ঠ পাখনা খ)বক্ষ পাখনা গ)পুচ্ছ পাখনা ঘ)পায়ু পাখনা
বাড়ীর কাজ একটি রুই মাছ অংকন করে বাহ্যিক বিভিন্ন অংশ চিহ্নিত কর।অংশ গুলোর বৈশিষ্ট্য লেখ