200 likes | 517 Views
সবাইকে ফুলেল শুভেচ্ছা. পরিচিতি আব্দুল্যাহেল কাফী সহকারী শিক্ষক লাংলু সরকারি প্রাথমিক বিদ্যালয়. শ্রেণিঃ ৩য় বিষয়ঃ প্রাথমিক বিজ্ঞান তারিখঃ১৫-৪-২০১৪ ইং;. আজকের পাঠ মৌসুমি ফল ও সবজি. শিখন ফল মৌসুমি ফল ও সবজির নাম চিনে বলতে ও লিখতে পারবে ।. আবেগ আনয়ন.
E N D
সবাইকে ফুলেল শুভেচ্ছা
পরিচিতিআব্দুল্যাহেল কাফীসহকারী শিক্ষক লাংলু সরকারি প্রাথমিক বিদ্যালয়
শ্রেণিঃ ৩য়বিষয়ঃ প্রাথমিক বিজ্ঞানতারিখঃ১৫-৪-২০১৪ ইং;
আজকের পাঠমৌসুমি ফল ও সবজি
শিখন ফল মৌসুমি ফল ও সবজির নাম চিনে বলতে ও লিখতে পারবে ।
আবেগ আনয়ন শিশুদের পাঠে কৌতুহল ও আবেগ আনয়নে ফল ও সবজির ভিডিও দেখাব ।
মৌসুমি ফল ও সবজির নানা ছবি
মৌসুমিফলেরছবি মৌসুমিসবজিরছবি
মৌসুম অনুযায়ী ফল ও সব্জিকে তিনভাগে ভাগ করা যায় ।গ্রীষ্মকালীন ,বারোমাসি ও শীতকালীন ।
গ্রীষ্মকালীন ফলঃ আম,জাম,লিচু,কাঠাল,পেয়ারা,আমড়া,লেবু ।
শীতকালীন ফলঃ কমলা, জলপাই, কুল
বারোমাসি ফলঃ পেঁপে,কলা, নারিকেল ।
গ্রীষ্মকালীন সবজিঃ পটল, করলা, কাঁকরোল, শশা, কুমড়া ।
শীতকালীন সব্জিঃ শিম,মূলা,লাউ, টমেটো, গাজর
বারমাসি, সব্জিঃ শশা, পেপে, বেগুন, কাচাকলা,।
একক পাঠঃ শূন্যসহান পূরণঃ গ্রীস্মকালীন আম,জাম,লিচু,পেয়ারা - - ফল। কমলা,জলপাই, কুল - -ফল। শীতকালীন পেপে, কলা, নারিকেল - -ফল। বারোমাসি উত্তর লিখঃ ১) মৌসুম অনুযায়ী ফল ও সবজিকে কত ভাগে ভাগ করা যায় ? ২)শীতকালীন ফল ও সবজী কী কী ?
দলীয় কাজঃ গ্রীষ্মকালীন দলঃ গ্রীষ্মকালীন ফল ও সবজির নামের তালিকা তৈরি করবে । শীতকালীন দলঃ শীতকালীন ফল ও সবজির নামের তালিকা তৈরি করবে । বারোমাসি দলঃ বারোমাসি ফল ও সবজির নামের তালিকা তৈরি করবে ।
বই সংযোগঃ এখন,বইয়ের ৪১ পাতায় পাঠে মনোযোগ দিতে বলব ।
মূল্যায়নঃ কোনটি শীতকালীন সব্জি; টিক দাও ? ১)পুইশাক ২) পটল ৩ ) পালং ৪) ধুন্দল কোনটি বারোমাসি ফল ; টিক দাও ? ১) কলা ২) কুল ৩) লেবু ৪) কমলা খাতায় লিখঃ ১) শীতকালীন ফল কী কী ? ২) গ্রীষ্মকালীন সবজি কী কী ?