310 likes | 466 Views
অর্থ ছাড়া কুরআন পড়া গুনাহ না সওয়াব. র চনায় প্রফেসর ডাঃ মোঃ মতিয়ার রহমান F.R.C.S.(Glasgow) প্রফেসর অফ সার্জ া রী ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা, বাংলাদেশ এবং জেনারেল সেক্রেটারী, বাংলাদেশ কুরআন শিক্ষা সোসাইটি।. অর্থ ছাড়া কুরআন পড়া সম্বদ্ধে প্রচলিত ধারণা.
E N D
অর্থ ছাড়া কুরআন পড়া গুনাহ না সওয়াব
রচনায় প্রফেসর ডাঃ মোঃ মতিয়ার রহমান F.R.C.S.(Glasgow) প্রফেসর অফ সার্জারী ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা,বাংলাদেশ এবং জেনারেল সেক্রেটারী, বাংলাদেশ কুরআন শিক্ষা সোসাইটি।
অর্থ ছাড়া কুরআন পড়া সম্বদ্ধে প্রচলিত ধারণা • অর্থ ছাড়া বা না বুঝে কুরআন পড়লে প্রতি অক্ষরে ১০ নেকী • অর্থসহ বা বুঝে পড়লে প্রতি অক্ষরে আরো বেশী নেকী
প্রচলিত এ ধারণার ফলাফল • অধিকাংশ অনারব মুসলমান শুধু অর্থ ছাড়া কুরআন পড়তে পারার স্তর পর্যন্ত আরবী ভাষা শিখেছে • এবং তারা অর্থ ছাড়া, তাড়াতাড়ি কুরআন পড়া বা খতম দেয়ার চেষ্টা করছে। • কারণ- • অর্থসহ বা বুঝে পড়তে গেলে একই সময়ে অক্ষর কম পড়া হবে • তাই সওয়াব কম পাওয়া যাবে
অর্থ ছাড়া কুরআন পড়ার ব্যাপারে বিবেক-বুদ্ধির তথ্য • সওয়াব অর্থ কল্যাণ বা লাভ • ১০ নেকী অর্থ ১০ গুণ লাভ • একটি গল্পের বই পড়েও হাসতে বা কাঁদতে গেলে তা বুঝে পড়া লাগে • বিবেক-বুদ্ধি অনুযায়ী তাই কোন গ্রন্হ না বুঝে পড়লে লাভ হওয়াতো দূরের কথা সময় অপচয়ের ক্ষতি হয় • সুতরাং বিবেক-বুদ্ধির আলোকে সহজেই বলা যায় অর্থ ছাড়া কুরআন পড়লে প্রতি অক্ষরে ১০ নেকী কথাটি সঠিক নয়।
অর্থ ছাড়া কুরআন পড়ার ব্যাপারে আল-কুরআনের তথ্য • তথ্য-১ • আল-কুরআনে কুরআন পড়ার কথা বলতে যেয়ে মাত্র ৩টি শব্দ ব্যবহার করা হয়েছে • শব্দ তিনটি হল-قَرَاءَ . رَتَلَ . تِلاَوَة • আরবী অভিধানে এ তিনটি শব্দের প্রতিটির অর্থ অধ্যয়ণ করা তথা বুঝে বুঝে পড়া • সুতরাং যে সকল আয়াতে এ তিনটি শব্দ এসেছে তার সব কটির অর্থ হবে বুঝে বুঝে পড়া
অর্থ ছাড়া কুরআন পড়ার ব্যাপারে আল-কুরআনের তথ্য তথ্য-২ اِقْْرَأ بِسْمِ رَبِّكَ الَّذِى خَلَقَ সরল অর্থঃপড় তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। (আলাকঃ১) সঠিক ব্যাখ্যাকোনটি হবে? • বুঝে বুঝে পড় তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন অথবা • না বুঝে বুঝে পড় তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন
অর্থ ছাড়া কুরআন পড়ার ব্যাপারে আল-কুরআনের তথ্য ব্যাখ্যাঃ • এ আয়াত অনুযায়ী তাই না বুঝে তথা অর্থ ছাড়া পড়া হল মহান আল্লাহর প্রথম নির্দেশটি অমান্য করা • অবাক ব্যাপার হল যারা কুরআন অর্থ ছাড়া পড়েন তারা অন্য কোন গ্রন্হ অর্থ ছাড়া পড়েন না।
অর্থ ছাড়া কুরআন পড়ার ব্যাপারে আল-কুরআনের তথ্য তথ্য-৩ اََلَّذِيْنَ اتَيْنهُمُ الْكِتبَ يَتْلُوْنَه‘حَقَّ تِلاَوَتِه ط اُولئِكَ يُؤُمِنُوْنَ بِه ط অর্থঃযাদেরকে কিতাব দেয়া হয়েছে, (তাদের মধ্যে) যারা হক আদায় করে তা পড়ে,তারাই শুধু ঐ কিতাবে বিশ্বাস করে।(বাকারাঃ১২১) ব্যাখ্যাঃ যেকোন ব্যবহারিক গ্রন্হ পড়ার ৪টি প্রধান হক হল- • শুদ্ধ করে পড়া • অর্থ বুঝা • আমল করা • অন্যকে জানান (দাওয়াত দেয়া)
অর্থ ছাড়া কুরআন পড়ার ব্যাপারে আল-কুরআনের তথ্য তথ্য-৩ • এর মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ হকটি হল, অর্থ বুঝা। কারণ- • শুদ্ধ করে পড়তে হয় সঠিক অর্থ প্রকাশের জন্যে • অর্থ না বুঝলে অন্য কোন হক আদায় করা সম্ভব নয় • তাই মহান আল্লাহ এখানে জানিয়ে দিয়েছেন যারা ইচ্ছাকৃতভাবে তথা বিনা ওজরে,এ৪টিহকের১টিও, বিশেষ করে অর্থ বুঝার হকটি বাদ দিয়ে কুরআন পড়ে,তারা কুরআনে বিশ্বাস করে না
অর্থ ছাড়া কুরআন পড়ার ব্যাপারে আল-কুরআনের তথ্য • তথ্য-৪ • اََفَلاَ يَتَدَبَّرُوْنَ الْقُرْأنَ اَمْ عَلى قُلُوْبٍ اَقْفَالُهَا • অর্থঃতারা কি কুরআন নিয়ে চিন্তা-গবেষণা করে না? না তাদের অন্তরে তালা • পড়ে গিয়েছে?(মুহাম্মাদঃ২৪) • كِتبٌ اَنْزَلْنهُ اِلَيْكَ مُبرَكٌ لِّيُدَبَّرُوْا ايتِه • অর্থঃযে কিতাব (আল-কুরআন) তোমার উপর নাযিল করা হয়েছে তা এক • মহা বরকতময় কিতাব। মানুষেরা যেন এর আয়াত চিন্তা-গবেষনণা করে।(ছোয়াদঃ২৯) • না বুঝে পড়া চিন্তা-গবেষণার সম্পূর্ণ বিপরীত কাজ
অর্থ ছাড়া কুরআন পড়ার ব্যাপারে আল-কুরআনের তথ্য তথ্য-৫ وَمَا خَلَقْنَا السَّمَاءَ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَا بَاطِلاً ط ذلِكَ ظَنٌّ الَّذِيْنَ كَفَرُوْا ج فَوَيْلُلِّلَّذِيْنَ كَفَرُوْا مِنَ النَّارِ . অর্থঃমহাকাশ ও পৃথিবী এবং এ উভয়ের মধ্যে যাকিছু আছে,তার কিছুই আমি বিনাউদ্দেশ্যে সৃষ্টি, তৈরী বা প্রণয়ন করি নাই। এটি কাফির লোকদের ধারণা। আর ঐ ধরনেরকাফির লোকদের দোযখের আগুনে ধ্বংস হওয়া অনিবার্য। (ছোয়াদঃ২৭)
অর্থ ছাড়া কুরআন পড়ার ব্যাপারে আল-কুরআনের তথ্য ব্যাখ্যাঃ • উদ্দেশ্য সাধন হয় না ইচ্ছাকৃতভাবে এমন উপায়ে কোন কাজ করা কুফরী • কুরআন তেলওয়াতের- • প্রথম স্তরের উদ্দেশ্য জ্ঞান অর্জন করা • দিতীয় স্তরের উদ্দেশ্য সে অনুযায়ী আমল করা • তাই এ আয়াতের আলোকে যে তেলওয়াতে জ্ঞান অর্জন হয় না, ইচ্ছাকৃতভাবে সেউপায়ে তেলাওয়াত করা কুফরী কর্ম পদ্ধতি।
অর্থ ছাড়া কুরআন পড়ার ব্যাপারে আল-কুরআনের তথ্য তথ্য-৬ مَثَلُ الَّّذِيْنَ حُمِّلُوْا التَّوْرةَ ثُمَّ لَمْ يَحْمِلُوْهَا كَمَثَلِ الْحِمَارِ يَحْمِلُ اَسْفَارًا ط অর্থঃযাদের তাওরাত বহন করতে দেয়া হয়েছিল তাদের মধ্যে যারা তা (প্রকৃতভাবে) বহন করেনি, তারা হল সেই গাধার মত যে কিতাব বহন করে নিয়ে বেড়ায়। (জুম’য়াঃ৫)
অর্থ ছাড়া কুরআন পড়ার ব্যাপারে আল-কুরআনের তথ্য ব্যাখ্যাঃ • গাধা কিতাব বহন করে নিয়ে বেড়ায় কিন্তু জানে না সেখানে কি লিখা আছে • কুরআন মুখস্হ থাকা ব্যক্তি কুরআনকে বহন করে নিয়ে বেড়ায় • তাই এখানে আল্লাহ, অর্থ না জেনে কুরআন মুখস্হ রাখা ব্যক্তিকে, গাধা বলে গালি দিয়েছেন • মহান আল্লাহর গালি খাওয়ার কাজটি অবশ্যই গুনাহের কাজ
অর্থ ছাড়া কুরআন পড়ার ব্যাপারে আল-কুরআনের তথ্য • তথ্য-৭ • وَلاَ تَعْجَلْ بِالْقُرْأنِ مِنْ قَبْلِ اَنْ يُّقْضى اِلَيْكَ وَحْيُه وَقُلْ رَّبِّ زِدْنِى عِلْمًا • অর্থঃকুরআন পড়তে তাড়াহুড়া কর না, যতক্ষণ না এর ওহী (শিক্ষা) (বুঝা) • শেষ না হয়। তারপরও বলবে হে রব আমার জ্ঞানকে আরো বাড়িয়ে দাও। (ত্বোয়াহারঃ১১৪) ব্যাখ্যাঃ • এখানে মহান আল্লাহ না বুঝে, তাড়াতাড়ি কুরআন পড়তে বা খতম দিতে নিষেধ করেছেন • এবং কুরআন পড়ার সময় জ্ঞান বাড়িয়ে দেয়ার জন্যে তাঁর নিকট দোয়া করতে বলেছেন।
অর্থ ছাড়া কুরআন পড়ার ব্যাপারে আল-কুরআনের তথ্য • তথ্য-৮ • শয়তানের ১নং কাজে সহায়তার দৃষ্টিকোণ- • কুরআন অনুযায়ী শয়তানের ১নং কাজ তথা সব গুনাহের বড় গুনাহ, কুরআনের জ্ঞান থেকে দূরে থাকা • অর্থ ছাড়া কুরআন পড়লে প্রতি অক্ষরে ১০ নেকী কথাটি- • শয়তানের ১নং কাজকে দারুণ ভাবে সহায়তা করে • সব গুনাহের বড় গুনাহটি করতে উত্সাহিত করে • তাই এধরনের একটি কথা কুরআন তথা ইসলামের কথা হতে পারে না।
অর্থ ছাড়া কুরআন পড়ার ব্যাপারে আল-কুরআনের তথ্য • তথ্য-৯ • মুমিনের ১নং কাজে বিরাট প্রতিবন্ধকতার দৃষ্টিকোণ- • কুরআন অনুযায়ী মুমিনের ১নং কাজ তথা সব সওয়াবের বড় সওয়াব, কুরআনের জ্ঞান অর্জন করা • অর্থ ছাড়া কুরআন পড়লে প্রতি অক্ষরে ১০ নেকী কথাটি- • মুমিনের ১নং কাজ তথা সব সওয়াবের বড় সওয়াবের পথে একটি বিরাট প্রতিবন্ধকতা • তাই এ কথাটি কুরআন তথা ইসলামের কথা হতে পারে না।
অর্থ ছাড়া কুরআন পড়ার ব্যাপারে আল-কুরআনের তথ্য • তথ্য-১০ • يَااَيُّهَا الَّذِيْنَ امَنُوْا لاَ تَقْرَبُ الصَّلوةَ وَ اَنْتُمْ سُكَرى حَتّى تَعْلَمُوْا مَا تَقُوْلُوْنَ • অর্থঃহে ঈমানদারগণ নেশাগ্রস্হ অবস্হায় নামাজের কাছে যাবে না যতক্ষণ না বুঝতে পার কী পড়ছো।(নিসাঃ৪৩) • ব্যাখ্যাঃনামাজে কী পড়া হচ্ছে তা বুঝতে না পারার ২টি অর্থ হতে পারে- • কুরআন পড়া হচ্ছে, না অন্য কিছু পড়া হচ্ছে, তা বুঝতে না পারা • কুরআনের যা পড়া হচ্ছে তার অর্থ বুঝতে না পারা • অসুস্থদের উপর এ শর্তের প্রয়োগ সিদ্ধ হলে, সুস্হ মানুষের উপর এর প্রয়োগও সিদ্ধ হবে।
অর্থ ছাড়া কুরআন পড়ার ব্যাপারে আল-হাদীসের তথ্য তথ্য-১ وَعَنْ حُذَيْفَةَ(رض) قَالَ قَالَ رَسُوْلُ اللَّهِ (ص) أِقْرَؤُا الْقُرْأنَ بِلَحُوْنِ الْعَرَبِ وَ اَصْوَاتِهَا وَ اِيَّاكُمْ لُحُنَ اَهْلِ الْعِشْقِ وَ لُحُوْنَ اَهْلِ الْكِتَابَيْنِ . وَسَيَجِئُ بَعْدِىْ قَوْمٌ يُرَجِّعُوْنَ بِالْقُرْأنِ تَرْجِعَ الْغِنَاءِ وَالنَّوْحِ لاَ يُجَاوِزُ حَنَاجِرَهُمْ . مَفْتُوْنَةٌ قُلُوْبُهُمْ وَ قُلُوْبُ الَّذِيْنَ يُعْجِبُهُمْ شَأْنُهُمْ
অর্থ ছাড়া কুরআন পড়ার ব্যাপারে আল-হাদীসের তথ্য অর্থঃহুযায়ফা(রাঃ) হতে বর্ণিত, রাসূল(সঃ) বলেছেন, কুরআন পড় আরবদের সুর ও স্বরে এবং পরিহার কর আহলে ইশক ও আহলে কিতাবদের সুর। শীঘ্রই আমার পর এমন লোকেরা আসবে যারা কুরআনে গান ও বিলাপের সুর ধরবে কিন্তু কুরআন তাদের হলকমের নিচে নামবে না। তাদের অন্তর হবে দুনিয়ার মোহে মোহগ্রস্ত এবং তাদের অন্তরও যারা ঐ পদ্ধতি পছন্দ করবে। (বায়হাকী ও রাজীন)
অর্থ ছাড়া কুরআন পড়ার ব্যাপারে আল-হাদীসের তথ্য তথ্য-২ وَعَنْ عَبْدِ اللَّهِ ابْنِِ عَمْرٍ(رض) اَنَّ رَسُوْلَ اللَّهِ (ص) قَالَ لَمْ يَفْقَهُ مَنْ قَرَأَ الْقُرْأنَ فِىْ اَقَلَّ مِنْ ثَلثٍ অর্থঃআবদুল্লাহ ইবনে ওমর(রাঃ) হতে বর্ণিত, রাসূল(সঃ) বলেছেন, যে তিন দিনের কমে কুরআন পড়েছে সে কুরআন বোঝেনি। (তিরমিজি, আবু-দাউদ, ইবনে মাজাহ) ব্যাখ্যাঃ • তিন দিনের কমে ১টি আয়াত বা ১টি ছোট সূরা বুঝে পড়া সম্ভব • তাই রাসূল (সঃ) এখানে না বুঝে কুরআন খতম দিতে নিষেধ করেছেন।
অর্থ ছাড়া কুরআন পড়ার ব্যাপারে আল-হাদীসের তথ্য তথ্য-৩ وَعَنْ اَنْ اَنَسٍ (رض) قَالَ قَالَ رَسُوْلُ اللَّهِ (ص) طَلَبُ الْعِلْمِ فَرِيْضَةٌ عَلى كُلِّ مُسْلِمٌ وَ مُسْلِمَةٌ অর্থঃআনাস(রাঃ) হতে বর্ণিত, রাসূল(সঃ) বলেছেন, জ্ঞান অর্জন করা সকল মুসলিম নর নারীর জন্যে ফরজ। (ইবনে মাযাহ) • পড়া আমলটির ফরজ আরকান হল জ্ঞান অর্জিত হওয়া • যে আমলের ফরজ তরক হয় তা কবুল হয় না অর্থাত্ তাতে সওয়াব হয় না।
অর্থ ছাড়া কুরআন পড়ার ব্যাপারে আল-হাদীসের তথ্য তথ্য-৪ যারা কুরআন পড়বে কিন্তু কুরআন তাদের হলকুমের নিচে নামবে না তারা ইসলাম থেকে বের হয়ে যাবে এমন বেগে যেমন বেগে তীর ধনুক হতে বের হয়ে যায়। (বুখারী, মুসলিম, মুয়াত্তা)
অর্থ ছাড়া কুরআন পড়ার ব্যাপারে আল-হাদীসের তথ্য তথ্য-৫ জ্ঞান দু প্রকার। এক প্রকার হল সে জ্ঞান যা মুখ অতিক্রম করে অন্তরে পৌঁছায়। এ জ্ঞানই কিয়ামতে কাজে আসবে। অন্য প্রকার জ্ঞান মুখ পর্যন্তই থাকে, অন্তরে পৌঁছায় না। এ জ্ঞান কিয়ামতের দিন আল্লাহর দরবারে মানুষের বিরুদ্ধে প্রমাণ হিসেবে দাঁড়াবে। (দারেমী)
অর্থ ছাড়া কুরআন পড়ার ব্যাপারে আল-হাদীসের তথ্য তথ্য-৬ وَ عَنِ ابْنِ مَسْعُوْدٍ قَالَ قَالَ رَسُوْلُ اللَّهِ (ص) مَنْ قَرَأَ حَرْفًا مِّنْ كِتَابِ اللَّهِ فَلَه‘ بِه حَسَنَةٌ وَ الْحَسَنَةُ بِعَشْرِ اَمْثَالِهَا . لاَ اَقُوْلُ الم حَرَفٌ .بَلْ اَلِفٌ حَرَفٌ وَّلاَمٌ حَرَفٌ وَّ مِيْمٌ حَرَفٌ অর্থঃইবনে মাসউদ(রাঃ) হতে বর্ণিত, রাসূল(সঃ) বলেছেন, যে আল্লাহর কিতাবের একটি অক্ষর قَرَأَ করেছে তার নেকী মিলবে। আর নেকী হল আমলের ১০ গুণ। আমি বলছি না যে الم একটি অক্ষর। বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর এবং মিম একটি অক্ষর। (তিরমিযি, দারেমী। তিরমিযি হাদীসখানিকে গরীব বলেছেন)
অর্থ ছাড়া কুরআন পড়ার ব্যাপারে আল-হাদীসের তথ্য অসতর্ক ব্যাখ্যাঃ • কুরআনের একটি অক্ষর না বুঝে পড়লেও প্রতি অক্ষরে ১০ নেকী • ব্যাখ্যাটি ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে • এ ব্যাখ্যার তথ্য পূর্বে উল্লেখিত কুরআন, হাদীস ও বিবেক-বুদ্ধির অসংখ্য তথ্যের স্পষ্ট বিপরীত • তাই এ ব্যাখ্যা কোন মতেই গ্রহণযোগ্য হতে পারে না।
অর্থ ছাড়া কুরআন পড়ার ব্যাপারে আল-হাদীসের তথ্য প্রকৃত ব্যাখ্যাঃ হাদীসখানি আল-কুরআনের নিম্নের আয়াতের একটি ব্যাখ্যা- مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَه‘ عَشْرُ اَمْثَالِهَا ج অর্থঃযে একটি আমলে সালেহ সঠিকভাবে করবে তার ১০টি নেকী মিলবে। (আ’রাফঃ ১৬০) • হাদীস খানিতে উল্লেখিত قَرَأَশব্দের অর্থ হল অধ্যয়ন করা বা বুঝে বুঝে পড়া। তাই হাদীসখানির সঠিক ব্যাখ্যা হবে- • কুরআনের একটি শব্দবুঝে তথা অর্থসহ পড়লে প্রতি অক্ষরে ১০ নেকী • الم এর ন্যায় মুতাশাবিহাত শব্দ না বুঝে পড়লে প্রতি অক্ষরে ১০ নেকী
অর্থ ছাড়া কুরআন পড়ার বিষয়ে কুরআন,হাদীস ও বিবেক-বুদ্ধির চূড়ান্ত তথ্যসমুহ • কুরআন অর্থসহ তথা বুঝে পড়লে প্রতি অক্ষরে ১০ নেকী • কুরআন নিয়ে চিন্তা-গবেষণা করলে আরো বেশী নেকী • ইচ্ছাকৃতভাবে তথা বড় ওজর ছাড়া, ইন্দ্রিয়গ্রাহ্য (মুহকামাত) আয়াত অর্থ ছাড়া পড়া, অতি বড় (কুফরীর) গুনাহ • বড় ওজর হতে পারে- • আরবী ভাষা শিখার স্তর • কুরআন হিফজ করার স্তর • শুধুমাত্র অক্ষর বিশিষ্ট অতীন্দ্রিয় (মুতিশাবিহাত) আয়াত অর্থ ছাড়া পড়লে প্রতি অক্ষরে ১০ নেকী
শ্রদ্ধেয় শ্রতাবৃন্দের দায়ীত্ব اِنَّ الَّذِيْنَ يَكْتُمُوْنَ مَا اَنْزَلَ اللّه مِنَ الْكِتَابِ وَ يَشْتَرَوْنَ بِه ثَمَنًا قَلِيْلاً اُوْلئِكَ مَا يَاْكُلُوْنَ فِىْ بُطُوْنِهِمْ اْلاَّ النَّارِ وَلاَ يُكَلِّمُهُمُ اللهُ يَوْمَ الْقِيمَةِ وَلاَ يُزَكِّيْهِمْ وَلُهُمْ عَذَابٌ الِيْمٌ . অর্থঃ নিশ্চয়ইআল্লাহ কিতাবে যা নাযিল করেছেন, অল্পকিছুর বিনিময়ে যারা তা গোপন করে, তারা যেন পেট আগুন দিয়ে ভরে। আল্লাহ কিয়ামতের দিন তাদের সাথে কথা বলবেন না এবং তাদের পবিত্রও করবেন না। আর তাদের জন্যে রয়েছে কঠিন শাস্তি। (বাকারাঃ১৭৪)
ধন্যবাদمع السلام s.c.