180 likes | 514 Views
স্বাগতম. পরিচিতি. শ্রেণী - দশম বিষয় - কম্পিউটার শিক্ষা পাঠের বিষয় -কম্পিউটার এর মেমোরি। সময়- ৪৫ মিনিট ।. নাম – মোঃ মুখলেছুর রহমান । সহকারী শিক্ষক (কম্পিউটার) ছাতারী উচ্চ বিদ্যালয় ,বাঘা, রাজশাহী। আইডি নং – ১৫।. আচরণিক উদ্দেশ্য. এই পাঠ শেষে শিক্ষার্থীরা--
E N D
পরিচিতি শ্রেণী - দশম বিষয় - কম্পিউটার শিক্ষা পাঠের বিষয় -কম্পিউটার এর মেমোরি। সময়- ৪৫ মিনিট । নাম – মোঃ মুখলেছুর রহমান । সহকারী শিক্ষক (কম্পিউটার) ছাতারী উচ্চ বিদ্যালয় ,বাঘা, রাজশাহী। আইডি নং – ১৫।
আচরণিক উদ্দেশ্য • এই পাঠ শেষে শিক্ষার্থীরা-- • কম্পিউটার এর মেমরী কী বলতে পারবে- • মেমরী কত প্রকার বলতে পারবে-
১নং- ৩নং ২নং-
১ নং চিত্রে ছবিটি কিসের ? ২ নং চিত্রে ছবিটি কী ? ৩ নং চিত্রে ছবির নাম বল ।
সম্ভাব্য উত্তর ১। হার্ড ডিস্ক ২। ফ্লপি ডিস্ক ৩। র্যাম
পাঠের শিরোনাম_ কম্পিউটার এর মেমোরি
কম্পিউটার এর ভিতর যে অংশের মাধ্যমে তথ্য জমা রাখা যায় তাকে কম্পিউটার এর মেমোরি বলে । কম্পিউটার এর কাজ করার জন্য এই মেমোরির প্রয়োজন হয় । কম্পিউটার এর মেমোরিকে ২ ভাগে ভাগ করা যায় । ১। প্রধান মেমোরি ও ২। সহায়ক মেমোরি । প্রধান মেমোরি গুলো হল র্যাম ও রম । র্যাম অস্থায়ী মেমোরি । রম স্থায়ী মেমোরি । যার তথ্য মুছে ফেলা যায় না । সহায়ক মেমোরি গুলো হল হার্ড ডিস্ক , ফ্লপি ডিস্ক, সিডি।
একক কাজ ১। মেমোরি কাকে বলে ? ২। কোনটি স্থায়ী মেমোরি ?
সম্ভাব্য উত্তর- ১। কম্পিউটার এর ভিতর যে অংশের মাধ্যমে তথ্য জমা রাখা যায় তাকে কম্পিউটার এর মেমোরি বলে । ২। রম।
জোড়ায় কাজ ১। উল্লেখিত সহায়ক মেমোরি গুলোর মধ্যে বেশি তথ্য স্থায়ী ভাবে সংরক্ষনের উপযোগী কোনটি ব্যাখ্যা করো ।
দলীয় কাজ মৃদুল তার বন্ধু রবিনের সাথে কথা বলছিল – মৃদুল – আজ আমাদের কম্পিউটার এর র্যাম বাড়িয়েছি । রবিন- তোমার কম্পিউটার এর বাড়তি র্যাম এর প্রয়াজন কেন হল ? মৃদুল – আমার ভাই গাফিক্স ডিজাইনের কাজ করেন । এর জন্য তার বাড়তি র্যাম প্রয়াজন ছিল । রবিন- এ জন্য কী নতুন হার্ড ডিস্ক বা রমের প্রয়োজন পড়েছে ? মৃদুল- না, আমার ভাই এর একটি এক্সটারনাল হার্ড ডিস্ক আছে । আর রম নষ্ট হলে পরিবর্তন করার দরকার হয় না । (ক) হার্ড ডিস্ক কী ধরনের মেমোরি ? ১ (খ) হার্ড ডিস্ক ও রম এর একটি সামঞ্জস্য এবং একটি পার্থক্য লিখ। ২ (গ) রবিনের ভাই যে ধরনের কাজ করে তার জন্য বেশি র্যাম প্রয়োজন কেন তা আলোচনা পুর্বক র্যামের ভূমিকা ব্যাখ্যা করো । ৩ (ঘ) উপরে যে কয় ধরনের মেমোরির কথা আলোচনা করা হয়েছে । ছকে সাজিয়ে কম্পিউটার এর জন্য তাদের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো । ৪
মূল্যায়ন ১। কম্পিউটার এর অস্থায়ী মেমোরি কোনটি ? (ক) রম (খ) র্যাম (গ) হার্ড ডিস্ক (ঘ) ডি ভি ডি ২।কম্পিউটার এর সহায়ক মেমোরির উদাহরণ হচ্ছে – (i) হার্ড ডিস্ক (ii) র্যাম (iii) পেন ড্রাইভ কোনটি সঠিক (ক) i ( খ) ii (গ) i ও iii (ঘ) iও iii.
বাড়ির কাজ • কম্পিউটারকে কর্মক্ষম রাখতে কম্পিউটার এর মেমরি সমূহের গুরুত্ব মূল্যায়ন করো ।