220 likes | 807 Views
সবাইকে শুভেছা. পরিচিতি. শিক্ষক পরিচিতি মোঃ ওসমান গনি সরকার সহকারি শিক্ষক (ভৌত বিজ্ঞান) পঞ্চগড় বি, পি সরকারি উচ্চ বিদ্যালয়।. পাঠ পরিচিতি বিষয়ঃ রসায়ন বিজ্ঞান শ্রেণিঃ দশম সময়ঃ ৫০ মিনিট. প্রাকৃতিক গ্যাস. কয়লা. এই ছবি গুলো কীসের. গাছের ফসিল. ডাইনোসরের ফসিল. খনিজ সম্পদ– জীবাশ্ব.
E N D
পরিচিতি শিক্ষক পরিচিতি মোঃ ওসমান গনি সরকার সহকারি শিক্ষক (ভৌত বিজ্ঞান) পঞ্চগড় বি, পি সরকারি উচ্চ বিদ্যালয়। পাঠ পরিচিতি বিষয়ঃ রসায়ন বিজ্ঞান শ্রেণিঃ দশম সময়ঃ ৫০ মিনিট
প্রাকৃতিক গ্যাস কয়লা এই ছবি গুলো কীসের গাছের ফসিল ডাইনোসরের ফসিল
শিখনফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা- • জীবাশ্ব জ্বালানীর ধারনা ব্যাখ্যা করতে পারবে। • পেট্রোলিয়ামকে জৈব যৌগের মিশ্রণ হিসাবে ব্যাখ্যা করতে পারবে। • পেট্রোলিয়ামের ব্যবহার বর্ণনা করতে পারবে।
প্রাগৈতিহাসিক কালে উদ্ভিদ ও জলাভূমির প্রাণী প্রাকৃতিক বিপর্যয়ে কাদামাটির নিচে চাপা পরে। কাদামাটির স্তর মৃত উদ্ভিদ ও প্রাণীদেহের বায়ুর উপস্থিতিজনিত ক্ষয় রোধ করে। প্রায় ২০০ মিলিয়ন বছরে তা জীবাশ্বজালাণীতে পরিণত হয়। • উদ্ভিদ দেহ হতে কয়লা এবং প্রাণী দেহ হতে তেল বা পেট্রোলিয়াম পাওয়া যায়। • খনি থেকে আহরিত কয়লাকে তাপ দিলে বিভিন্ন উদ্বায়ী যৌগ গ্যাস হিসাবে নির্গত হয়। গ্যাস নির্গত হওয়ার পর প্রাপ্ত অবশেষকে কোক বলে।
একক কাজ জীবাশ্ব কাকে বলে ?
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান
আমরা জীবাশ্ব জালানী কেন ব্যবহার করি? C + O2 = CO2 + তাপ C + O2 = CO + তাপ CH4 +O2 = CO2 + 2H2O + তাপ C2H6 + 2O2 = CO2 + 3H2O + তাপ জ্বালানী ও অক্সিজেনের দহনে উৎপন্ন তাপকে বিদ্যুৎ উৎপাদনে, মটর ইঞ্জিন চালাতে, বিমান চালাতে, রান্নার কাজে, শিল্পে রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করতে ব্যবহার করা হয়।
জোড়ায় কাজ আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত জ্বালানীর একটি তালিকা তৈরি কর এবং এগুলোর মধ্যে কোনগুলো জ্বীবাশ্ব জ্বালানী নয় তা চিহ্নিত কর।
পেট্রোলিয়ামের উপাদানসমূহ অপরিশোধিত তেলের বিভিন্ন অংশকে পৃথক করার প্রক্রিয়াকে পরিশোধণ (Refining)বলে। আংশিক পাতন পদ্ধতিতে পেট্রোলিয়ামের উপাদান সমূহ পৃথক করা হয়। আংশিক পাতন পদ্ধতি কী তার একটি ভিডিও দেখি-
পেট্রোলিয়ামের উপাদানসমূহ তেল পরিশোধনাগারে আংশিক পাতন পদ্ধতিতে পৃথককৃত বিভিন্ন অংশের নাম পর্যায়ক্রমে- • পেট্রোলিয়াম গ্যাস • পেট্রোল ( গ্যাসোলিন ) • ন্যাপথা • কেরোসিন • ডিজেল তেল • লুব্রিকেটিং তেল ও • বিটুমিন
পেট্রোলিয়ামের বিভিন্ন অংশের ব্যবহার
দলীয় কাজ জ্বীবাশ্ব জ্বালানী কীভাবে পরিবেশকে দূষিত করে তা আলোচনা করে তোমাদের দলীয় কাজ ক্লাসে উপস্থাপন কর।
মূল্যায়ন • জ্বীবাশ্ব জ্বলানী কাকে বলে? • কোক কাকে বলে? • পেট্রোলিয়ামকে জৈব যৌগের মিশ্রণ বলা হয় কেন?
বাড়ীর কাজ পরিবেশ দূষণ রোধে জ্বালানী বিশুদ্ধাতার গুরুত্ব অপরিসীম- উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।