200 likes | 415 Views
স্বাগতম. পরিচিতি মোঃ আশরাফ উদ্দিন প্রভাষক , কম্পিউটার শিক্ষা , সম্মিলনি মহিলা কলেজ , ঝিকরগাছা , যশোর মোবাইল_০১৭৬৫০২৬৭২২ ইমেল- auddin@gmail.com. পাঠ পরিচিতি বিষয় ঃ কম্পিউটার শিক্ষা শ্রে ণি ঃ একাদশ অ ধ্যায়ঃ প্রথম পাঠ ঃ কম্পিউটার প্রজন্ম।. শিখনফল:
E N D
পরিচিতি মোঃ আশরাফ উদ্দিন প্রভাষক , কম্পিউটার শিক্ষা , সম্মিলনি মহিলা কলেজ , ঝিকরগাছা ,যশোর মোবাইল_০১৭৬৫০২৬৭২২ ইমেল-auddin@gmail.com
পাঠ পরিচিতি বিষয়ঃ কম্পিউটার শিক্ষা শ্রেণিঃএকাদশ অধ্যায়ঃপ্রথম পাঠঃকম্পিউটার প্রজন্ম।
শিখনফল: • কম্পিউটার প্রজন্ম কী বলতে পারবে। • বিভিন্ন প্রজন্মের কম্পিউটারের পার্থক্য বলতে পারবে। • ছবি দেখে বিভিন্ন প্রজন্মের কম্পিউটার চিহ্নিত করতে পারবে। • কম্পিউটার ল্যাপটপ পর্যাযে আসার কারন বলতে পারবে।
আজকের পাঠ কম্পিউটার প্রজন্ম ও বিভিন্ন প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য
প্রজন্মকী? (একককাজ) পরিবর্তনের বা বিকাশের ধাপকে কম্পিউটার প্রজন্ম বলে।
প্রথম প্রজন্মের কম্পিউটারঃ (1940-1958)ছবিদেখেবৈশিষ্ট্যলেখ(জোড়ায়কাজ)
বৈশিষ্ট্য১। আকারে খুব বড়।২। ভ্যাকুয়ামটিউবের ব্যবহার।৩। সীমিত ধারণ ক্ষমতা।৪। উত্তাপ সমস্যা।৫। মেশিনের ভাষায় প্রোগ্রাম রচনা।উদাহরণ: ABC, ANIAC. প্রথম প্রজন্মের কম্পিউটারঃ 1940-1958 ভ্যাকুয়ামটিউব
ট্রানজিস্টার দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার দ্বিতীয় প্রজন্ম : 1958-1965) ১। আকৃতির সংকচন । ২। ট্রানজিস্টার ব্যবহার। ৩। চৌম্বক কোর স্মৃতির ব্যবহার। ৪। তাপ সমস্যার সমাধান উদাহরণ : IBM-1620.IBM-1400.
তৃতীয় প্রজন্মের কম্পিউটার মাইক্রো প্রসেসর • তৃতীয় প্রজন্ম: • আকীভূত বর্তনী ব্যবহার। • আকৃতির সংকোচন। • উচ্চস্তরের ভাষার ব্যবহার। • মিনি কম্পিউটারে ব্যবহার।
চতুর্থ প্রজন্মের কম্পিউটার • চতুর্থ প্রজন্ম: (1971-1995) • মাইক্রো প্রসেসর নামক আইসির ব্যবহার। • ধারণ ক্ষমতা বৃদ্ধি। • প্যাকেজ প্রোগ্রামের ব্যবহার। • মাইক্রো কম্পিউটারের ব্যবহার। • উদাহরণ: IBM-3033, IBM-4341
পঞ্চম প্রজন্মের কম্পিউটার • পঞ্চম প্রজন্ম: 1995- • কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। • শ্রবণযোগ্য শব্দ দ্বারা কম্পপিউটার পরিচালনা। • লজিক সার্কিটে ফাইবার অপ্টিক ক্যাবল ব্যবহার। • উদাহরণ:Pentium-1, Pentium2।
একটি প্রজন্ম থেকে আর একটি প্রজন্মে উত্তরণের মৌলিক কারণগুলোলিখ। (দলীয় কাজ)
মূল্যায়ন: • কম্পিউটার প্রজন্ম কী। • পঞ্চম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য লিখ।
বাড়ির কাজ: কোন কারণেদ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের তাপ সমস্যার সমাধান হল।