151 likes | 437 Views
স্বাগতম. পাঠ পরিচিতি. সপ্তম শ্রেণী বিষয়ঃ সাধারণ বিজ্ঞান পাঠঃ পানি চক্র সময়ঃ ৫০ মিনিট তারিখঃ ২৩-২-১৩. শিক্ষক পরিচিতি. অসীম কুমার মন্ডল সহকারী শিক্ষক (কৃষি). শিখন ফল. ১। পানি চক্র কী তা বলতে পারবে। ২। পানি চক্রের প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবে।
E N D
পাঠ পরিচিতি সপ্তম শ্রেণী বিষয়ঃ সাধারণ বিজ্ঞান পাঠঃ পানি চক্র সময়ঃ ৫০ মিনিট তারিখঃ ২৩-২-১৩
শিক্ষক পরিচিতি অসীম কুমার মন্ডল সহকারী শিক্ষক (কৃষি)
শিখন ফল ১। পানি চক্র কী তা বলতে পারবে। ২। পানি চক্রের প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবে। ৩। পানি চক্রের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে।
এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? পানি
এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? চাকা বা চক্র
আমাদের জন্য দরকার • পানিঃজীব কোষের প্রোটোপ্লাজমের ৭০-৯০% পানি তাই পানি ছাড়া জীব বাঁচতে পারেনা। • অক্সিজেনঃ জীবের শ্বাসকার্য অক্সিজেন ছাড়া চলতেই পারে না।
মেঘ সূর্য বাষ্পায়ন বৃষ্টি ঝর্ণা তুষার বাষ্পায়ন পাহাড় সাগর
পানি চক্র কি? সংজ্ঞাঃ ভূপৃষ্ঠের বিভিন্ন জলাশয় থেকে পানি বাষ্পে পরিণত হয়ে মেঘের সৃষ্টি হচ্ছে এবং মেঘ থেকে বৃষ্টিরূপে আবার ভূপৃষ্ঠে আসছে।এভাবে পানির বারবার চক্রাকারে ঘুরে আসাকে পানি চক্র বলে।
পানি চক্রের গুরুত্ব ১।বায়ুর আর্দ্রতা রক্ষায় পানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ২।বায়ুর আর্দ্রতার ফলে বৃষ্টিপাত ঘটে। ৩।পরিবেশ ঠান্ডা থাকে। ৪।গাছপালার উৎপাদনও বেড়ে যায়। ৫। গাছপালা না থাকলে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে। ৬।কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে পরিবেশ উতপ্ত হয়। যা অত্যন্ত ক্ষতিকর।
দলীয় কাজ ক+খ দলঃ পানি চক্র কিভাবে সম্পন্ন হয়? গ+ঘ দলঃ পানি চক্রের গুরুত্ব কি কি?
মূল্যায়ন ১। পানি চক্র কি? ২। পানি চক্রের গুরুত্ব কি কি?
বাড়ির কাজ চিত্র সহ পানি চক্রের প্রক্রিয়া আলোচনা কর