160 likes | 493 Views
শুভেচ্ছা. মোঃ খায়রুল বাসার প্রভাষক- উদ্ভিদ বিদ্যা ভালুকা ডিগ্রী কলেজ. মোঃ মাহবুবুর রহমান প্রভাষক-ইসলাম শিক্ষা ভালুকা ডিগ্রী কলেজ. শ্রেণী :- একাদশ বিষয় : -উদ্ভিদ বিদ্যা-১ম পত্র সময় : - ৪০মিঃ. আজকের পাঠ Spirogyra- এর জীবন চক্র ও জনুঃক্রম. শিখনফল. এই পাঠ শেষে শিক্ষার্থীরা-
E N D
মোঃ খায়রুল বাসারপ্রভাষক- উদ্ভিদ বিদ্যাভালুকা ডিগ্রী কলেজ মোঃ মাহবুবুর রহমানপ্রভাষক-ইসলাম শিক্ষাভালুকা ডিগ্রী কলেজ
শ্রেণী:-একাদশবিষয়:-উদ্ভিদ বিদ্যা-১ম পত্রসময়:-৪০মিঃ
আজকের পাঠ Spirogyra-এর জীবন চক্র ও জনুঃক্রম
শিখনফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা- স্পাইরোগাইরার জীবনচক্র ও জনুঃক্রমের প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবে। spirogyra-এর অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে।
Spirogyra-এর জীবনচক্রের ছবি হ্যাপ্লয়েড =n ডিপ্লয়েড=2n
আলোচনা • স্পাইরোগাইরা একটি গ্যামেটোফাইটিক উদ্ভিদ। • স্পাইরোগাইরার প্রতিটি দেহকোষে হ্যাপ্লয়েড নিউক্লিয়াসথাকে । • ডিপ্লয়েড জাইগোস্পোর গঠন করবে। • জাইগোস্পোরের চারটি স্পোরের মধ্যে তিনটি নষ্ট হয়েযাবে • ফলে পুনরায় একস্পোর বিশিষ্ট গ্যামেটোফাইট স্পাইরোগাইরা উদ্ভিদের জন্ম হবে।
স্পাইরোগাইরার অর্থনৈতিক গুরুত্ব জলজ প্রাণীরা spirogyra কে খাদ্য হিসাবে গ্রহণ করে। পৃথিবীর অনেক দেশেই এটি মানু্যের খাদ্য হিসাবে ব্যবহার হয়। SPIROGYRA-তে প্রচুর ভিটামিন A এবংE বিদ্যমান। অ্যাকুরিয়ামে এর ব্যবহার বিশেষভাবে ঊল্লেখযোগ্য।
দলীয়কাজ ১হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড এর ছবি আঁক।
= n + n + n = 2n
মূল্যায়ন গ্যামেটোফাইট ও স্পোরোফাইট-এর মধ্যে পার্থক্য কী?
বাড়ীর কাজspirogyra-এর জীবন চক্রের চিহ্নিত চিত্র অংকন করবে