160 likes | 732 Views
শুভেচ্ছা. পরিচিতি. নামঃ উবায়দুল ইসলাম খান সহকারী শিক্ষক(গণিত) ফুলপুর মহিলা ফাযিল মাদরাসা মোবাইল নং-০১৭১৫৬৬১৬৩৯ ইমেইল নং-o baydul74@gmail.com. পাঠ পরিচিতি. শ্রেণীঃ নবম বিষয়ঃ গণিত সময়ঃ ৫০ মিনিট তারিখঃ২১।০৭।২০১৩ ইং. লক্ষ্য কর. পরিমিতি. আচর ণি ক উদ্দেশ্য.
E N D
পরিচিতি • নামঃ উবায়দুল ইসলাম খান • সহকারী শিক্ষক(গণিত) • ফুলপুর মহিলা ফাযিল মাদরাসা • মোবাইল নং-০১৭১৫৬৬১৬৩৯ • ইমেইল নং-obaydul74@gmail.com
পাঠ পরিচিতি শ্রেণীঃ নবম বিষয়ঃ গণিত সময়ঃ ৫০ মিনিট তারিখঃ২১।০৭।২০১৩ ইং
আচরণিক উদ্দেশ্য • এই পাঠ শেষে শিক্ষার্থীরা--- ১। কোণক,বেলন ও গোলকের প্রতীকীয় চিত্র অঙ্কণ করতে পারবে। ২। কোণক,বেলন ও গোলকের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করতে পারবে। ৩।পরিমিতির ধারণা প্রয়োগ করে সমস্যা সমাধান করতে পারবে।
১। কোনো আয়তক্ষেত্রের যেকোনো বাহুকে অক্ষ ধরে আয়তক্ষত্রটিকে ঐ বাহুর চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তুর সৃষ্টি হয় তাকে বেলন বলে। বেলন বলতে সাধারনত সমবৃত্তভুমিক বেলনকেই বোঝান হল। ২। সমবৃত্তভুমিক বেলনের দুই প্রান্ত বৃত্ত হবে। বেলনের অক্ষের দৈর্ঘকে এর উচ্চতা বলে।
চিত্র দেখ চিত্রটি দেখ
একক কাজ ১।আয়তাকার ঘণবস্তু কাকে বলে? ২।বেলন কাকে বলে? ৩।কোণক কাকে বলে? ৪।নিচের চিত্র গুলোর নাম কি?
মনে করি, ABOC একটি বেলন। এর ভুমির ব্যাসার্ধ OB=rএকক এবং উচ্চতাOC=h একক। C A B O
10সে,মি উচ্চতা বিশিষ্ট একটি বেলনের ভুমির ব্যাসার্ধ4 সে,মি।এর সম্পুর্ণ পৃষ্টের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় কর।আমরা জানি,বেলনের ব্যাসার্ধrএকক এবং উচ্চতাhএকক হলে,বেলনের সম্পুর্ণ পৃষ্টের ক্ষেত্রফল=2πr(h+r)বর্গ একক এবংবেলনের আয়তন= πr2ঘন একক এখানে,=4 সে,মি এবং=10 সে,মি অতএব, বেলনের সম্পুর্ণ পৃষ্টের ক্ষেত্রফল=2×3.1416×4(10+4) বর্গ সে,মি =2×3.1416 × 56 বর্গ সে,মি =351.8592 বর্গ সে,মি 2 এবংবেলনের আয়তন = 3.1416×4×10ঘন সে,মি =502.656ঘন সে,মি
দলীয় কাজ চিত্রে উল্লেখিত পাইপটির উচ্চতা 15সে,মি এবং ব্যাসার্ধ 5সে,মি হলে পাইপটির উচ্চতা নির্ণয় কর।
মূল্যায়ন ১।বেলন কাকে বলে? ২।বেলনের দুই প্রান্তের আকৃতি কেমন হয়?
বাড়ীর কাজ ১।একটি পাইপের ভিতরের ও বাইওরের ব্যাস 12সে,মি, ও 14সে,মি, এবং পাইপের উচ্চতা 5মিটার। 1ঘণ সে,মি লোহার ওজন 7.2গ্রাম হলে, পাইপের লোহার ওজন কত? ২। একটি সমবৃত্তভুমিক কোণকের উচ্চতা 8 সে,মি এবং ভূমির ব্যাসার্ধ 6 সে,মি,। এর সম্পূর্ণ তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় কর।