270 likes | 561 Views
স্বাগতম. বিষয়- বাংলা শ্রেনি- ৩য় সময়- ৪০ মিনিট. নিরাপদে চলাচল. পাঠ- নিরাপদে চলাচল পাঠ্যাংশ- বার্ষিক পরীক্ষা...... সাহায্য করেন। পৃষ্ঠা- (৯৯ – ১০১)।. শিখনফল. ট্রাফিক সংকেতগুলোর নাম বলতে পারবে। ট্রাফিক সংকেতগুলোর অর্থ বলতে পারবে। নিরাপদে পথ চলার নিয়মকানুনসমূহ
E N D
বিষয়- বাংলা শ্রেনি- ৩য় সময়- ৪০ মিনিট
পাঠ- নিরাপদে চলাচল পাঠ্যাংশ- বার্ষিক পরীক্ষা...... সাহায্য করেন। পৃষ্ঠা- (৯৯ – ১০১)।
শিখনফল ট্রাফিক সংকেতগুলোর নাম বলতে পারবে। ট্রাফিক সংকেতগুলোর অর্থ বলতে পারবে। নিরাপদে পথ চলার নিয়মকানুনসমূহ প্রয়োজনে প্রয়োগ করতে পারবে।
পরীক্ষা পরীক্ষা শেষে ছুটি
একটি ভিডিও দেখি ও ট্রাফিক লাইটের সংকেত গুলো দেখি https://www.youtube.com/watch?v=szXPuSygNMk
রাস্তা পারাপারে ফুট ওভার ব্রিজ ব্যবহার করুন ২০ কি. মি. গতিসীমা গতিসীমা নির্দেশক
ফুট ওভার ব্রিজ দুর্ঘটনা এড়ানোর জন্য ফুট ওভারব্রিজ ব্যবহার করতে হয়। রাস্তা পারাপারে ফুট ওভার ব্রিজ ব্যবহার করুন
জেব্রাক্রসিং দিয়ে পথচারি পারাপারের সিগনাল জেব্রাক্রসিং লেভেলক্রসিং রেল গাড়ি যাওয়ার সময় সড়ক পথের গেইট বন্ধ করে দেওয়া হয়
একক কাজ (প্রশ্নোত্তর) লাল বাতি জ্বললে নিচের কোন উক্তিটি সঠিক? ক) গাড়ি চলবে? খ) পথচারি পারাপার হবে? সবুজ বাতি জ্বললে নিচের কোন উক্তিটি সঠিক? ক) গাড়ি চলবে। খ) গাড়ি থেমে থাকবে।
বিভিন্ন ধরণের কয়েকটি সংকেত হর্ণ বাজাবেন না চিকিৎসা সেবা
ফ্লাইওভার দিয়ে গাড়ি চললে যানযট কম হয় ফ্লাইওভার দিক নির্দেশক
জোড়ায় কাজ ডান দিকের শব্দের সংগে বাম দিকের শব্দের মিল কর ডান বাম পথচারি পারাপার ফ্লাইওভার অনেক ভিড় নিরাপদে চলাচল শিশুপার্ক যানবাহন থামা • লাল বাতি • ঢাকা শহর • ট্রাফিক নিয়ম • নিরাপদ রাস্তা পারাপার
নতুন শব্দ ব্রিজ সেতু নিয়মমাফিক যানবাহন চলাচলের জন্য বাতি ট্রাফিক লাইট ফুটওভারব্রিজ রাস্তার ওপরে পায়ে চলাচলের উঁচু সেতু
সাদা আর কালো দাগকাটা রাস্তা পারাপারের জায়গা জেব্রাক্রসিং রাস্তার ওপর দিয়ে যানবাহন চলাচলের সেতু ফ্লাইওভার
মূল্যায়ন ফুট ওভারব্রীজ কী? জেব্রা ক্রসিং কেন ব্যবহার করা হয়? লাল বাতি জ্বলছে এই সংকেতটির অর্থ কী? কোন কোন সংকেত থাকলে পথচারী রাস্তা পারাপার হবে?
বাড়ির কাজ নিরাপদে চলাচলের জন্য যে সাংকেতিক চিহ্নগুলো তোমাদের দেখানো হয়েছে সেগুলোর নাম লিখে আনবে।
সম্পাদনায়: বিপ্লব মল্লিক সহকারী অধ্যাপক, শিক্ষা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ফরিদপুর সংযুক্ত কর্মকর্তা, এ টু আই, প্রধানমন্ত্রীর কার্যালয় bm26ttc@gmail.com কৃতজ্ঞতা- কয়েকটি ডাউনলোডকৃত কন্টেন্ট এর উপর ভিত্তি করে করা। কয়েকটি স্লাইড ও বক্তব্য সরাসরি নেয়া হয়েছে। সকলকে ধন্যবাদ।