40 likes | 70 Views
u09b8u09cbu09b9u09c7u09b2 u098fu09ab u09b0u09b9u09aeu09beu09a8 u09b6u09c1u09b0u09c1 u0995u09b0u09c7u099bu09bfu09b2u09c7u09a8 u098fu0995u099fu09bf u099cu09c1u099f u09aeu09bfu09b2 u09a6u09bfu09afu09bcu09c7u0964 u099cu09c1u099f u09aeu09bfu09b2u099fu09bf u09a4u09beu09a6u09c7u09b0 u09aau09c8u09a4u09c3u0995 u09acu09cdu09afu09acu09b8u09be u099bu09bfu09b2u0964
E N D
সোহেল এফ রহমান ধাপে ধাপে যেভাবে তার ব্যবসা গড়ে তোলেন - সফলতার গল্প
সোহেল এফ রহমানশুরু করেছিলেন একটি জুট মিল দিয়ে। জুট মিলটি তাদের পৈতৃক ব্যবসা ছিল। তিনি এবং তার ছোট ভাই সালমান এফ রহমান মেধা, শ্রম এবং উদ্যোগ দিয়ে কালের পরিক্রমায় ব্যবসার পরিধি বাড়িয়েছেন এবং বর্তমানে তাদের প্রতিষ্ঠানটিকে বাংলাদেশের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান রূপে প্রতিষ্ঠা করেছেন। তাদের গড়া প্রতিষ্ঠানটির নাম বেক্সিমকো গ্রুপ।
রাজধানী ঢাকার অদূরে সারাবোতে ২০০ একর জমিতে সোহেল এফ রহমান এবং সালমান এফ রহমান স্থাপন করেছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক। এই ইন্ডাস্ট্রিয়াল পার্কটি পৃথিবীর যেকোনো দেশের উন্নত স্থাপনার সাথে পাল্লা দিতে পারে একই সাথে বিশ্ব দরবারে উজ্জ্বল করতে পারে দেশের নাম। একাগ্রতা, উদ্যোগ এবং শ্রম দিয়ে সোহেল এফ রহমান বেক্সিমকো গ্রুপ কে পরিচিত করেছেন দেশের ভেতরে, দেশের বাইরে। বিশ্বের নানা প্রান্তে বেক্সিমকো গ্রুপের উপস্থিতি। সোহেল এফ রহমানের গড়া বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক একটি অনন্য সাধারণ স্থাপনা। সারি সারি ফ্যাক্টরির পাশাপাশি রয়েছে বাস্কেটবল কোর্ট, জিমনেশিয়াম লেক চিড়িয়াখানা। সারা ইন্ডাস্ট্রিয়াল পার্কের জুড়ে কর্মচঞ্চল পরিবেশ। সবাই এখানে দেশের জন্য বড় কিছু করবার স্বপ্ন নিয়ে কাজ করে। ১৯৭০ দশকে এমনই একটি ইন্ডাস্ট্রিয়াল পার্কের স্বপ্ন দেখেছিলেন সোহেল এফ রহমান। আজ তা বাস্তব।
সোহেল এফ রহমান স্বপ্ন দেখেছিলেনবেক্সিমকো গ্রুপহবে দেশসেরা একটি কোম্পানি। সেই স্বপ্ন তিনি পূরণ করেছেন। ফার্মাসিটিক্যালস, সিরামিকস এবং টেক্সটাইল সেক্টর নিয়ে কাজ করবার প্রবল স্পৃহা ছিল সোহেল এফ রহমানের। সেই স্পৃহা তার স্বপ্ন পূরণ করতে সাহায্য করেছে। বাংলাদেশের প্রথম সারির একজন ব্যবসায়ী সোহেল এফ রহমান। কিন্তু তিনি থাকতে চান নিভৃতচারী, কাজ করে যেতে চান নিরবে। Source: সোহেল এফ রহমান ধাপে ধাপে যেভাবে তার ব্যবসা গড়ে তোলেন - সফলতার গল্প