1 / 12

ট্যাক্স এবং রিটায়ারমেন্ট প্ল্যান

u0986u09aau09a8u09bf u0986u09aau09a8u09beu09b0 u09b0u09bfu099fu09beu09dfu09beu09b0u09aeu09c7u09a8u09cdu099f u09aau09cdu09b2u09cdu09afu09beu09a8 u098fu09aeu09aau09cdu09b2u09dfu09beu09b0u09c7u09b0 u09aeu09beu09a7u09cdu09afu09aeu09c7 u09b8u09c7u099f u0986u09aa u0995u09b0u09a4u09c7 u09aau09beu09b0u09c7u09a8 u0985u09a5u09acu09be u0995u09cbu09a8 u09abu09bfu09a8u09beu09a8u09cdu09b8u09bfu09dfu09beu09b2 u09aau09cdu09b0u09a4u09bfu09b7u09cdu09a0u09beu09a8u09c7u09b0 u09aeu09beu09a7u09cdu09afu09aeu09c7 u0993 u0995u09b0u09a4u09c7 u09aau09beu09b0u09c7u09a8 u09afu09c7u09aeu09a8 u09acu09cdu09afu09beu0999u09cdu0995, u0987u09a8u09cdu09b8u09c1u09b0u09c7u09a8u09cdu09b8 u0995u09cbu09aeu09cdu09aau09beu09a8u09bfu0964 https://www.pavelist.com/blog/u099fu09cdu09afu09beu0995u09cdu09b8-u098fu09acu0982-u09b0u09bfu099fu09beu09dfu09beu09b0u09aeu09c7u09a8u09cdu099f-u09aau09cdu09b2u09cdu09afu09beu09a8u0964-84

Pavelist
Download Presentation

ট্যাক্স এবং রিটায়ারমেন্ট প্ল্যান

An Image/Link below is provided (as is) to download presentation Download Policy: Content on the Website is provided to you AS IS for your information and personal use and may not be sold / licensed / shared on other websites without getting consent from its author. Content is provided to you AS IS for your information and personal use only. Download presentation by click this link. While downloading, if for some reason you are not able to download a presentation, the publisher may have deleted the file from their server. During download, if you can't get a presentation, the file might be deleted by the publisher.

E N D

Presentation Transcript


  1. ট্যাক্স এবং রিটায়ারমেন্ট প্ল্যান

  2. রিটায়ারমেন্ট প্ল্যান বলতে বুঝায় কর্মরত অবস্থায় রিটায়ারমেন্ট এর জন্য টাকা সেভ করা। আপনি আপনার রিটায়ারমেন্ট প্ল্যান এমপ্লয়ারের মাধ্যমে সেট আপ করতে পারেন অথবা কোন ফিনান্সিয়াল প্রতিষ্ঠানের মাধ্যমে ও করতে পারেন যেমন ব্যাঙ্ক, ইন্সুরেন্স কোম্পানি। কিছু কিছু প্ল্যান আছে যেগুলো ট্যাক্স ডেফার্ড স্ট্যাটাসের অন্তর্ভুক্ত ।

  3. অর্থ্যাৎ এখন আপনি আপনার রিটায়ারমেন্ট প্ল্যান একাউন্ট এ  ট্যাক্স পে না করে টাকা রাখলেন, প্ল্যান যখন ম্যাচিউর্ড হবে তখন টাকা উত্তোলন করলেন  এবং ট্যাক্স পে করলেন। কারণ কর্মরত অবস্থায় ইনকাম হাই থাকে এবং হাই ইনকাম থাকার কারণে ট্যাক্স ব্রাকেট ও হাই হয় ফলে বেশি ট্যাক্স দিতে হয়।ট্যাক্স দাতা যখন রিটায়ারমেন্ট এ চলে আসেন তখন সাধারণত বেশি ইনকাম থাকেনা এবং ট্যাক্স ব্রাকেট নিচের দিকে থাকার কারণে কম ট্যাক্স পে করতে হয়। ইন জেনারেল, কেউ যদি ৫৯.৫ বছর বয়স হওয়ার আগে প্ল্যান থেকে টাকা উত্তোলন করেন, তাহলে রেগুলার ট্যাক্সের পাশাপাশি অতিরিক্ত ১০% ট্যাক্স প্রদান করতে হবে।

  4. বছরের যেকোনো সময় রিটায়ারমেন্ট একাউন্ট ওপেন করা যাবে। আপনি আপনার প্লানে দুই ভাবে কন্ট্রিবিউশন করতে পারেন, একটি হলো বিফোর ট্যাক্স এবং অন্যটি হলো আফটার ট্যাক্স। কন্ট্রিবিউশন এমাউন্ট যদি বিফোর ট্যাক্স হয়, তাহলে আপনার প্লানের বেসিস হবে জিরো অর্থাৎ উত্তোলনের সময় ফুল এমাউন্টের উপর ট্যাক্স প্রদান করতে হবে। 

  5. অন্য দিকে কন্ট্রিবিউশন যদি আফটার ট্যাক্স হয়, উত্তোলনের সময় ট্যাক্স হবে পার্শিয়াল। প্রতিটি রিটায়ারমেন্ট প্লানের জন্য কন্ট্রিবিউশন লিমিট আছে। আপনি যদি লিমিটের অধিক কন্ট্রিবিউশন করেন এবং নির্দিষ্ট সময়ের ভিতরে অতিরিক্ত টাকা উত্তোলন না করেন তাহলে অতিরিক্ত ৬% পেনাল্টি গুনতে হবে।একটি কোয়ালিফাইড প্ল্যান থেকে অন্য একটি কোয়ালিফাইড প্লানে অথবা I.R.A তে টাকা ট্রান্সফার করা যাবে রুল ওভারের মাধ্যমে এবং কনভার্শনের মাধ্যমে কোয়ালিফাইড প্ল্যান থেকে রথ I.R.A তে টাকা ট্রান্সফার করা যাবে। তিন ধরণের জনপ্রিয় রিটায়ারমেন্ট প্ল্যান  গুলো হলো পেনশন প্ল্যান, এঁনুইটি এবং আই.আর.এ ।

  6. পেনশন প্ল্যান শুরু হয় এমপ্লয়ার এর মাধ্যমে এবং কাজ থেকে অবসর নেয়ার পর অতীতের সার্ভিসের উপর ভিত্তি করে রেগুলার পেমেন্ট প্রদান করা হয়। এঁনুইটি হলো একটি ফিনান্সিয়াল প্রোডাক্ট, যেটি চুক্তির ভিত্তিতে সেট আপ করা হয় এমপ্লয়ার অথবা ইন্সুরেন্স কোম্পানির মাধ্যমে এবং রিটায়ারমেন্ট বেনিফিট  পেমেন্ট আসবে একটি নির্দিষ্ট সময়ের জন্য যাহা হবে কম পক্ষে এক বছরের উপরে। যাদের এমপ্লয়ারের মাধ্যমে রিটায়ারমেন্ট প্ল্যান সেট আপ করার সুযোগ নেই, তাঁরা কোন আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে IRA একাউন্ট ওপেন করতে পারেন । IRA কন্ট্রিবিউশন ট্যাক্স ডিডাক্টিবল। ইয়ং থাকা অবস্থায় আমাদের প্রয়োজনীয় টাকা কাজের মাধ্যমে উপার্জন করতে পারি, অবসরে চলে গেলে বয়স্ক অবস্থায় প্রয়োজনীয় টাকা কাজের মাধ্যমে উপার্জন করা সম্ভব হয় না ।

  7. তাই রিটায়ারমেন্ট প্লানের গুরুত্ব অনেক বেশি। পাঠকদের আমি এনকারেজ করবো এই ব্যাপারে চিন্তা করার জন্য, এমনিতেই আমাদের বাংলাদেশী কম্যূনিটির লোকজন এ দিক দিয়ে অনেক পিছিয়ে। বিস্তারিত তথ্য জানার  জন্য ফোন নাম্বার ৬৪৬৭৩০৭৩২১।হাসান ফয়সালট্যাক্স একাউন্টেন্ট বিসমিল্লাহ ট্যাক্স এন্ড একাউন্টিং সার্ভিসেস ইনক১১৫৯ ব্রডওয়ে বাফালো নিউ  ইয়র্ক ১৪২১২

  8. For more update , visit us https://www.pavelist.com/blog/ট্যাক্স-এবং-রিটায়ারমেন্ট-প্ল্যান।-84

More Related