1 / 38

পদার্থ-স্থির তরিৎ নবম শ্রেণি

পদার্থ-স্থির তরিৎ নবম শ্রেণি

Download Presentation

পদার্থ-স্থির তরিৎ নবম শ্রেণি

An Image/Link below is provided (as is) to download presentation Download Policy: Content on the Website is provided to you AS IS for your information and personal use and may not be sold / licensed / shared on other websites without getting consent from its author. Content is provided to you AS IS for your information and personal use only. Download presentation by click this link. While downloading, if for some reason you are not able to download a presentation, the publisher may have deleted the file from their server. During download, if you can't get a presentation, the file might be deleted by the publisher.

E N D

Presentation Transcript


  1. স্বাগতম

  2. পরিচিতি • মোঃ NaSiRআহমেদ • শ্রেণিঃ নবম • বিষয়ঃ পদার্থ • পাঠঃ স্থিরতরিৎ • সময়ঃ ৪০ মিনিট • মোবাঃ 01945597545

  3. শিখনফল • তড়িৎ বিশ্লেষ্য ও তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কাকে বলে তা বলতে পারবে। • তড়িৎ বিশ্লেষ্য ও তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবে। • তড়িৎ বিশ্লেষণের সংজ্ঞা বলতে পারবে। • ক্যাথোড ও অ্যানোড কাকে বলে তা বলতে পারবে। • তড়িৎ বিশ্লেষণে র কৌশল ব্যাখ্যা করতে পারবে।

  4. চিত্রটির দ্বারা কি বোঝানো হয়েছে? নিচের ভিডিও/ চিত্রটি লক্ষ করঃ তড়িৎ প্রবাহ যে সকল পদার্থে র মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে তাদেরকে কি বলা হয়? পরিবাহী যে সকল যৌগ বিগলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে তাদেরকে কি বলা হয় ? তড়িৎ বিশ্লেষ্য বিগলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহনের সময় যৌগের রাসায়নিক পরিবর্তনকে কি বলা যেতে পারে? তড়িৎ বিশ্লেষণ

  5. আজকের পাঠ স্থিরতড়িৎ

  6. বিগলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহনের সময় সেই যৌগের বিযোজন বা রাসায়নিক পরিবর্তনকে তরিৎ বিশ্লেষণ বলা হয়। উদাহরনস্বরুপ বিগলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করলে দেখা যায় যে ধনাত্বক তড়িৎ দ্বারে ক্লোরিন গ্যাস এবং ঋনাত্বক তরিৎ দ্বারে সোডিয়াম ধাতুর সৃষ্টি হয়। একটি পাত্রে বিগলিত অথবা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে দুইটি ধাতব পরিবাহী দণ্ড প্রবেশ করিয়ে দণ্ড দুইটি তার দিক্ব য়ে ব্যাটারির সাথে যুক্ত করলে বিদ্যুৎ প্রবাহিত হয়। এ দুইটি ধাতব পরিবাহী দণ্ডকে তড়িৎ দ্বার বলা হয়।এ ব্যবস্থাকে তড়িৎ বিসশ্লেষণ কোষ বলা হয়।যে তড়িৎ দ্বার ব্যাটারির ধনাত্বক প্রান্তের সাথে যুক্ত থাকে তাকে অ্যানোড এবং যে তড়িৎ দ্বার ব্যাটারির ঋনাত্বক প্রান্তের সাথে যুক্ত থাকে তাকে ক্যাথোড বলা হয়। অ্যানোডে জারণ ও ক্যাথোডে বিজারণ ঘটে।বিগলিত বা দ্রবীভূত অবস্থায় সোডিয়াম ক্লোরিডের (Na+ ) ও ক্লোরিন (Cl= ) আয়ন সমূহ মোট্মুটি মুক্ত অবস্থায় চলাচল করে। ক্যাথোড ঋনাত্বক আধান বিশিষ্ট হওয়ায় তা ধনাত্বক সোডিয়াম আয়নসমূহকে আকর্ষণ করে। সোডিয়াম আয়নগুলো ক্যাথোডে পৌঁছে ইলেক্ট্রন গ্রহন করে সোডিয়াম পরমানুর সৃষ্টি করে। একে বিজারন বলে। অন্যদিকে অ্যানোড ধনাত্বক আধান বিশিষ্ট হওয়ায় তা ঋনাত্বক ক্লোরাইড আয়নস্মূহকে আকর্ষণ করে এবং এ আয়নসমূহ অ্যানোডে পৌঁছে ইলেক্ট্রন ছেড়ে দিয়ে ক্লোরিন পরমানুর সৃষ্টি করে। একে জারন বলে। দুইটি ক্লোরিন পরমানু পরস্পরের সাথে যুক্ত হয়ে ক্লোরিন গ্যাসের অনু সৃষ্টি করে। একে তড়িৎ বিশ্লেষণ বলে। প্রসঙ্গত উল্লেখ্য যে ধনাত্বক আয়নসমূহ ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হয় বলে , তাদেরকে ক্যাটায়ন এবং ঋনাত্বক আয়নসমূহ অ্যানোড কর্তৃক আকৃষ্ট হয় বলে তাদেরকে অ্যানায়ন বলে। উপস্থাপন

  7. উপস্থাপন দ্রবনে জারিত বা বিজারিত হওয়ার মত একাধিক অ্যানায়ন বা ক্যাটায়ন থাকলে কোনটি প্রথমে জারিত বা বিজারিত হবে তা নির্ভর করে তিনটি নিয়ামকের উপর। (ক) সক্রিয়তা ক্রমে যে আয়নের অবস্থান যত নিচে সেটি প্রথম জারিত বা বিজারিত হবে। (খ) দ্রবনে কোনো আয়নের ঘন্মাত্রা বেশী হলে সে আয়ন প্রথম জারিত বা বিজারিত হবে। (গ) তড়িৎদ্বার হিসেবে কী পদার্থ ব্যব হৃত হচ্ছ তার উপর।

  8. কর্মপত্র-১ (একক কাজ) প্রশ্ন-১। চিত্র দেখে ক্যথোড এবং অ্যানোডের সজ্ঞা লিখ। সমাধানঃ ধাতব দন্ড দুইটির যেটি ব্যটারীর ধনাত্বক প্রান্তের সাথে যুক্ত আছে সেটিকে অ্যানোড এবং যে টি ব্যাটারীর ঋনাত্বক প্রান্তের সাথে যুক্ত আছে সেটিকে ক্যাথোড বলে।

  9. কর্মপত্র-২ (জোড়ায় কাজ) প্রশ্নঃ ছবিগু লো দেখে কোনটি তড়িৎ অবিশ্লেষ্য এবং কোনটি তড়িৎ বিশ্লেষ্য তা লিখ। বিশুদ্ধ পানি গ্লুকোজ সমাধানঃ তড়িৎ অবিশ্লেষ্যঃ চিনি, গ্লুকোজ, বিশুদ্ধ পানি। তড়িৎ বিশেষ্যঃ লবন চিনি লবন

  10. কর্মপত্র-৩ (দলীয় কাজ) প্রশ্নঃ চিত্রে প্রদর্শিত স ক্রিয়তা ক্রম অনুযায়ী ক্যাটায়ন সমূহের মধ্যে কোনটি সর্বশেষে এবং অ্যানায়ন সমূহের মধ্যে প্রথম কোনটি বিজারিত বা জারিত হবে? সমাধানঃ ক্যাটায়ন সমূহের মধ্যে সর্বশেষে বিজারিত হবে K+আয়ন এবং অ্যানায়ন সমূহের মধ্যে সর্বপ্রথম জারিত হবে OH- ।

  11. শিখনফল  আধান কি তা বলতে পারবে।  আধানের বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করতে পারবে।  স্থির তড়িৎ এর প্রয়োগগুলো বলতে পারবে।

  12. +_ -_---+-+- +_ -_---+-+- +_ -_---+-+-

  13. পরমানুতে পদার্থ সৃস্টিকারী মৌলিক কনা সমূহ ELECTRON ঋনাত্নক চার্জ NEUTRON চার্জহীন + + PROTON ধনাত্নক চার্জ ২টি ধনাত্নক চার্জ ও ২টি ঋনাত্নক চার্জ থাকায় পরমানুটি চার্জ নিরপেক্ষ ১টি ঋনাত্নক চার্জ আসলে পুরো পরমানুটি ঋনাত্নক চার্জ বিশিষ্ট হয়। ২টি ঋনাত্নক চার্জ চলে গেলে এই পরমানুটি ধনাত্নক চার্জ বিশিষ্ট হয়।

  14. + - - + চার্জিতকরণ একটি সোডিয়াম এসিটেট দন্ড এবং একটি পলিথিন দন্ড শুষ্ক কাপড়ে ঘষা হল কাপড় ধনাত্নক কাপড় ঋণাত্নক + + সোডিয়াম এসিটেট দন্ড - - পলিথিন দন্ড + + + - - - + + - + - - সোডিয়াম এসিটেটধনাত্নক পলিথিন দন্ডঋণাত্নক

  15. আধান- পদার্থ সৃস্টিকারী মৌলিক কনাসমূহের বৈশিষ্ট্যমূলক ধর্মকে আধান বলে ।

  16. পদার্থ সৃস্টিকারী মৌলিক কনাসমূহের বৈশিষ্ট্যসমূহঃ

  17. + + + চার্জ ছোট ছোট বস্তুকে আকর্ষণ করে।

  18. পদার্থ সৃস্টিকারী মৌলিক কনাসমূহের বৈশিষ্ট্যসমূহ চার্জ পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করে।

  19. আকর্ষণ ও বিকর্ষণ - - + + + - - + + + + + + - - - - - আকর্ষণ বিকর্ষণ বিকর্ষণ

  20. তড়িৎ আধানের প্রকৃতি ও প্রভাবকে তড়িৎ বলে ।

  21. তড়িতের প্রকারভেদঃ তড়িৎ দুই প্রকার স্হির তড়িৎ চল তড়িৎ

  22. স্হির তড়িৎ স্হির আধানের প্রকৃতি ও প্রভাবকে স্হির তড়িৎ বলে

  23. চল তড়িৎ গতিশীল আধানের প্রকৃতি ও প্রভাবকে চল তড়িৎ বলে।

  24. স্হির আধানের প্রকৃতি ও প্রভাবসমূহ

  25. চার্জ এর চার পার্শ্বে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে তড়িৎ ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র

  26. Positive Plate Negative Plate তড়িৎ ক্ষেত্র সৃষ্টি

  27. স্থির তড়িৎ ক্ষেত্রের প্রয়োগ ধনাত্নক চার্জে চার্জিত গাড়ী ঋনাত্নক স্প্রে গান গাড়ীকে ধনাত্নক চার্জে চার্জিত করে রং করা হচ্ছে।

  28. + + + স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে কোন বস্তুতে চার্জের অস্তিত্ব নির্ণয় ধনাত্বক চার্জের অস্তিত্ব নির্ণয়

  29. স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে কোন বস্তুতে চার্জের অস্তিত্ব নির্ণয় - - - ঋনাত্বক চার্জের অস্তিত্ব নির্ণয়

  30. সমান্তরাল পাতধারক প্রস্তুতকরণ _ + _ + - +

  31. প্রস্তুতকৃত ধারক সমূহ

  32. মূল্যায়ন ১)স্হির তড়িৎ কিভাবে সৃষ্টি হয়? ২) স্হির তড়িৎ এর প্রয়োগগুলো উল্লেখ কর? ৩) প্রকৃতিতে স্হির তড়িৎ সৃষ্টির কয়েকটিউদাহরণ দাও।

  33. দলীয় কাজ তোমাদের কাছে যে প্লাস্টিকের বলপেন (কলম) আছে তা ব্যবহার করে স্হির তড়িৎ উৎপন্ন কর এবং এর বৈশিষ্ট্যগুলো পর্যালোচনা কর।

  34. বাড়ির কাজ স্থির তড়িতের প্রকৃতি বিবেচনা করে একটি স্বর্ণপাত তড়িৎবীক্ষন যন্ত্রকে ধনাত্নক ও ঋণাত্নক চার্জে চার্জিতকরণ ব্যাখ্যা কর।

  35. মূল্যায়ন প্রশ্নঃবিগলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কী উৎপন্ন হয়? সমাধানঃ ক্লোরিন গ্যাস। প্রশ্নঃ নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য ? (ক) এসিড মিশ্রিত পানি (খ) গ্লুকোজ (গ) সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবন (ঘ) সকল আয়নিক যৌগ সমাধানঃ (খ) গ্লুকোজ।

  36. বাড়ির কাজ এসিড মিশ্রিত পানির তড়িৎ বিশ্লেষণ কৌশল বর্ননা কর।

  37. ধন্যবাদসকল ছাত্র-ছাত্রীকে

More Related